…..প্রথমেই সবার কাছে আমার সালাম….
আশাকরি সবাই ভালো আছেন। মামুরা এই নোটিফিকেশন প্লাগিনটা খুজতে খুজতে জিবন তামা তামা করে ফেলছি। ট্রিকবিড়ির অনেক অথর ভাই কে ফেসবুক এ মেসেজ করতে করতে জিবন শেষ। অবশেষে নিজেই মডিফাই করে নিলাম।প্লাগিনটা মডিফাই করতে আমার ১৫ দিন লেগেছে এখন আপনাদের মাজে প্লাগিনটা শেয়ার করতে যাচ্ছি।আর কথা বেশি বাড়াবো না চলেন কাজের কথাই আসি।নিচে থেকে প্লাগিনটা ডাউনলোড করে নিন
Download
আশাকিরি প্লাগিন ইনস্টল দেওয়া সবাই পারেন।
এখন দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেসএ নোটিফিকেশন এবং রিপুর্ট প্লাগিনটা চালু করবেন
প্রথমে………
আপনার ওয়ার্ডপ্রেস সাইটে প্লাগিনটা ইনস্টল করে এক্টিভ করেদিন তারপর সাইটে থ্রি ডট এ ক্লিক করে দেখেন নোটিফিকেশন নামে একটা অপসন যোগ হয়েছে। এখন
SS
ফলো করুন..→এখন Mehediনামটা কপি করে নিচের বক্সে দিন। এখন Active Plugin এক্লিক করে এক্টিভ করে দিন।
এখন আপনার সাইটে যেখানে নোটিফিকেশন দেখাতে চান সেখানে নিচের কোডটা কপি করে বসিয়ে নিন ★কোডটা সো করতেছে না★নিচে লিং থেকে কপি করে নিন
Code
ব্যস এখন আপনার কাজ শেষ…
লাষ্টে কিছু কথা : ভাই এটা আমার ট্রিকবিড়িতে প্রথম পোষ্ট ভুল ত্রুটি হলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। যদি কারো একটুও উপকারে আসে তাহলে কমেন্টস্ করে জানাবেন। এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে আরো ভালো কিছু নিয়ে যেনো হাজির হতে পারি। পরের পোষ্টটি হবে অসাধারন কিছু wordpress mobile Themes নিয়ে। ততক্ষন পর্যন্ত ট্রিকবিড়ির সাথেই থাকুন
কোন সমস্যা হলে ফেসবুকে আমি→