Site icon Trickbd.com

WordPress পোস্ট এর ভিতরে কিভাবে কোড দিবেন

Unnamed


আপনি আপনার WordPress সাইটের পোস্টে কোড দেখাতে চান বা কোন কোড আপনার ইউজারদের সাথে শেয়ার করতে চান? আপনি ওয়ার্ডপ্রেসের পোস্টে সরাসরি কোড দিতে পারবেন না, কোড দিলে ওয়ার্ডপ্রেস তা অটোমেটিক ফিল্টার করে রাখে যার কারনে সাইটের ভিজিটররা এ কোড দেখতে পারেনা। আজকে দেখাবো কিভাবে পোস্টের ভিতরে কোড দেখাবেন…
প্রথমে নিচের লিংক থেকে প্লাগিনটা ডাউনলোড করে আপনার সাইটে ইনষ্টল করে নিন।
  • Syntax Highlighter Evolved
  • তারপর প্লাগিনটি এক্টিভ করে নিন। এটাতে Default যে সেটিং থাকবে তা রাখতে পারেন অথবা আপনি ইচ্ছামত সেটিং করে নিতে পারবেন।

    Post এ কোড দেখানোর জন্য কিছু Short Code বা BB Code আছে। যেমনঃ Php Code দেখাতে চাইলে


    এই Plugin এর মাধ্যমে এভাবে কোড দিলে ভিজিটররা খুব সহজেই কোড কপি করে নিতে পারবে।
    কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
    My site
    Exit mobile version