কিভাবে ওয়াডপ্রেস গুটেনবার্গ এডিটর ডিজেবল করে , পুরাতন এডিটর ফিরিয়ে আনবেন ,

কেমন আছেন সবাই, আমি আজ দেখাবো। কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, ক্লাসিক এডিটর টা ফিরিয়ে আনবেন। wordpress যখন 5.0 আপডেট করে। তখন গুটেনবার্গ নামে একটা বাজে এডিটর নিয়ে চলে আসে। বাজে বলার কারণ, আমি নিজেও এই এডিট টা ভালো ভাবে ব্যবহার করতে পারতাম না। কিন্তু এখন পারি, আপনারা যারা এলিমিনেটর এর কাজ করছেন। কিছুটা এলিমিনেটর এর মত কাজ করে গুটেনবার্গ এডিটর। তবে যাই হোক, আমি আজ দেখাবো আপনারা কি ভাবে এইটা ডিজেবল করবেন এবং পুরাতন এডিটর ফিরে পাবেন।

 

তো চলুন শুরু করি |

আর হ্যাঁ, আমি জানিনা এই বিষয়ে আগে এই ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে কি না | যদি করা হয়ে থাকে, তবে বলবেন আমি পোস্টটা ডিলিট করার চেষ্টা করব |

 

তো আপনাকে যা যা করতে হবে,

প্রথমে ADD প্লাগিন যেতে হবে , Classic Editor  লিখে সার্চ দিতে হবে |তারপরে নিচের প্লাগিনটি ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভ করতে হবে |

 

তারপরে, আপনি পেয়ে যাবেন , আপনার সেই প্রিয় ক্লাসিক এডিটর | আর কিছু করা লাগবে না, শুধু এটুকু কাজ করলেই হয়ে যাবে |

 

তবুও যদি কেউ না বুঝে থাকেন ,আমি নিচে ভিডিও লিংক দিয়ে দিচ্ছি | ভিডিওটি দেখে নিতে পারেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন | ধন্যবাদ

Video link: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

 

আর আমার পোস্টটি ভাল লেগে থাকলে আমার ওয়েবসাইট এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ,

 

Our Webise :  purebdinfo.com

Subscribe Our Channel : Pure BD info

 

 

 

 

 

 

5 thoughts on "কিভাবে ওয়াডপ্রেস গুটেনবার্গ এডিটর ডিজেবল করে , পুরাতন এডিটর ফিরিয়ে আনবেন"

  1. Nahid Expert Author says:
    এলিমিনটর কি ভাইয়া?
  2. Forhad Rahman Author says:
    গুড পোস্ট
  3. ভাই এইটা নিয়া আগে পোষ্ট করা আছে ।।
    1. Ahamed Sojib Author Post Creator says:
      ami jantam na vai

Leave a Reply