আজকের পোস্টে আলোচনা করা যাক
ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে!!!
কারণ, এই টপিক নিয়ে পোস্ট করার জন্য অনেক রিকুয়েষ্ট পেয়েছিলাম।
এই পোস্টে ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট এর বেসিক ধারণা পাবেন বলে আশা করি।
তো চলুন প্রশ্ন দিয়ে শুরু করা যাক।
ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট —
OK
১) বিষয়গুলো কী? এদের মধ্যে পার্থক্য কী?২) ফ্রীলেন্সিং এ এর প্রভাব!
৩) এই বিষয়গুলো দ্বারা কীভাবে ফ্রীলেন্সিং এ ক্যারিয়ার গড়া যায় ?
৪) বর্তমানে এর চাহিদা কতটুকু ?
৫) কীভাবে এই কাজগুলো শেখা যায় এবং কাজ শেখতে কী পরিমাণ সময় দিতে হয় ?
ওয়েব ডিজাইনঃ
_________________
ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েবসাইট এর কাঠামো যা একজন ইউজার হিসেবে আমরা ওয়েবসাইট দেখতে পাই। তার মানে ওয়েবসাইট টি দেখতে কেমন হবে তা নির্ধারিত হয় ওয়েব ডিজাইনিং দ্বারা এবং এইটাই হচ্ছে ওয়েব ডিজাইন।
ওয়েব ডেভেলপমেন্টঃ
———————————–
এই উদাহরন টি আমি দিব ফেসবুক নিয়ে। আমরা যখন ব্রাউজারে facebook.com লিখে ওয়েবসাইটে যাই তখন আমরা যে কাঠামো দেখতে পাই তা হচ্ছে ওয়েব ডিজাইন তখন আমরা এই কাঠামো দেখার পর আমাদের একাউন্টে লগিন করার পর আমরা আমাদের প্রফাইল পিক, কভার ফটো অথবা স্ট্যাটাস পোষ্ট করি এবং এগুল আমরা ইচ্ছে মত চেঞ্জ করতে পারি। এই চেঞ্জিং অপশন গুলো ডাটাবেজ এর মধ্যে সেভ হয় তারপর সেভ হওয়া ডাটা গুলো আমাদের ওয়েব ডিজাইন হয়ে ওয়েবসাইটে দেখা যায় এবং আমরা দেখতে পাই
তাহলে ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে কোনও ওয়েবসাইট এর মেম্বার লগিন এবং রেজিস্ট্রেশন, ইমেজ অথবা ছবি আপলোড, কোনও স্ট্যাটাস পোষ্ট করা এই ধরনের চেঞ্জিং বা ডাইনামিক কাজ গুলকেই ওয়েব ডেভেলপমেন্ট বলে।
ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টঃ
ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস বা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর সফটওয়ার হিসেবে ধরে নিতে পারেন। সিএমএস এর সংক্ষিপ্ত বর্ণনা হচ্ছে এই সিএমএস এর দ্বারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর প্রোগ্রাম গুলো আগে থেকেই করা থাকে যেটা দ্বারা একজন সিএমএস ইউজার খুবই অল্প সময়ে বিভিন্ন প্রকার ওয়েবসাইট এর পরিবর্তন আনতে পারে। সিএমএস যে কেও ব্যাবহার করতে পারে তাতে কোনও কোডিং ধারনা থাকতে হয় না। ওয়ার্ডপ্রেস হচ্ছে ঠিক এই রকম একটি সিএমএস। আরও সিএমএস আছে কিন্তু ওয়ার্ডপ্রেস জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস দ্বারা আপনি ওয়েবসাইট ডিজাইন এর ৯৫ ভাগ কাজ করে ফেলতে পারবেন কোনও কোডিং জ্ঞান ছাড়া। যেটা একজন কর্পোরেট লেভেল এর ইউজার তার ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে পারবে কোনও কোডিং জ্ঞান ছাড়া।
ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য অনেক সুবিধা এই ওয়ার্ডপ্রেস এ দেওয়া আছে। এছাড়া আপনি একজন ডেভেলপার হিসেবে যদি নতুন কিছু তৈরি করতে চান তাহলে ওয়ার্ডপ্রেস এ আছে বিশাল সুবিধা যা আপনার কোডিং জ্ঞান দ্বারা ইচ্ছে মত ডেভেলপ করে নিতে পারবে।
ফ্রীলেন্সিং এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর প্রভাবঃ
______________________________
প্রথমেই আমি উল্লখ করি যে ওয়েবসাইট এর বর্তমান চাহিদা। ২০১৫ সালে বিশ্বে ওয়েবসাইট ছিল ৮৬ কোটি এবং ২০১৭ সালে এর পরিমাণ বেড়েছে ১২৯ কোটি এর বেশী। তারমানে গত দুই বছরে এর পরিমাণ প্রায় ৪৩ কোটিরও বেশী। প্রতি মিনিটে প্রায় ৫০০ ওয়েবসাইট।
তাহলে এবার ভেবে দেখুন যে বর্তমান বিশ্বে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপার এর চাহিদা কেমন।
যেকোনো মার্কেটপ্লেসে একজন ওয়েব এক্সপার্ট দের ঘণ্টায় $২০ থেকে $১৫০ পর্যন্ত কাজের ধারা অনুযায়ী। তারপর কেও যদি $২০ ডলার ঘণ্টায় রেট হয় তাহলে প্রতি দিন ৫ ঘণ্টা কাজ করলে তার প্রতিদিনের আয় $১০০ ডলার। বাংলাদেশে এমন অনেক ডেভেলপার আছেন যারা শুধু তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্লায়েন্টকে শুধু ধারনা বা কনসালটেন্সি ফী নেয় প্রতি ঘণ্টায় $১০০ ডলার।
ফ্রীলেন্সিং এ সর্বচ্চ কাজ এবং আয়ের দিক বেবেচনা করে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর কাজ সব থেকে বেশী।
কথা হচ্ছে আপনাকে কাজ শিখে দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াতে হবে তাহলেই আপনার কাজের মূল্য বাড়বে।
এই বিষয়গুলো দ্বারা কীভাবে ফ্রীলেন্সিং এ ক্যারিয়ার গড়া যায় ?
ক্যারিয়ার গড়ার জন্য আপনাকে যা করতে হবেঃ
_____________________________
প্রথমে আপনাকে কাজগুলো শিখতে হবে ধৈর্য ধরে। কাজ শিখতে সময় লাগবে নূন্যতম ৩ থেকে ৪ মাস। আপনি যদি দিনে ৪ ঘণ্টা সময় দিয়ে থাকেন তাহলেই হবে।
শিখার পর আপনাকে বেছে নিতে যেকোনো একটি মার্কেটপ্লেস যেমন upwork.com, fiverr.com এবং freelancer.com. এই মার্কেটপ্লেস গুলো হচ্ছে ওয়ার্ল্ড এর বেস্ট মার্কেটপ্লেস গুলোর মধে অন্যতম। এই সকল মার্কেটপ্লেসে প্রতদিন বিলিয়ন ডলার এর কাজ করানু হচ্ছে। ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টে প্রতিদিন কাজ হচ্ছে সবথেকে বেশী।
কী কী উপায়ে শেখা যায় ?
_________________
প্রথমে আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কে দুই ভাগে ভাগ করা বুঝাচ্ছিঃ
______________
ওয়েব ডিজাইন শেখার জন্য যা যা লাগবে ঃ
__________ ১) HTML & HTML5
2) CSS & CSS3
3) JQuery & Javascript
ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য প্রাথমিক অবস্থায় যা যা লাগবেঃ
2) OOP PHP
3) SQL and MySqli & PDO
4) Javascript
ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টঃ
________________________
যদি HTML,CSS,Javascript,JQuery এবং PHP-MySql নিয়ে ভাল ধারনা থাকে তাহলে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে আপনার সময় লাগবে মাত্র ১ মাস। আমি বলবনা ১ মাসে আপনি ওয়ার্ডপ্রেস বস হয়ে যাবেন তবে ১ মাসে ওয়ার্ডপ্রেস এর বেপারটা বুঝতে সুবিধা হবে এবং আপনি ফ্রীলেন্সিং এ কাজ করতে পারবেন।
যা যা জানা দরকার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টেঃ
______________________________ ১) ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
২) ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট
৩) ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন
৪) কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগিন।
ধন্যবাদ পড়ার জন্য।