আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন ভাল আছেন???
ড্রপ শিপিং একটি মডান ই-কমার্স বিজনেস মডেল যেটা শুরু করার জন্য আমরা চাই একটি অটোমেটিক ই-কমার্স ওয়েবসাইট ইন্টারনেট ইস এ গ্রিট প্লেস।
যেখানে প্রিমিয়াম রিসোর্স এর পাশাপাশি অনেক ফ্রি রিসোর্স ও রয়েছে ফ্রি থিম ব্যবহার করে ড্রপশিপিং স্টোর তৈরি করতে চাইলে এই পোস্টটি আপনার জন্য।
এই এপিসোডএ 5 টি বেস্ট ই কমার্স থিম সম্পর্কে আপনি জানতে পারবেন যেগুলো ব্যবহার করে আপনার ড্রপ শিপিং স্টোর টি ডেভলপ করতে পারেন।
ফ্লাট ডিজাইন কনসেপ্ট এই ফ্রি থিম টি তে রয়েছে একটি ফিচারস লাইটার সেকশন যেখানে বেস্ট প্রডাক্ট গুলো কে ডিসপ্লে করা যাবে।
ভার্টিক্যাল মেগা মেনু তে বিভিন্ন প্রোডাক্ট এর ক্যাটাগরি প্রদর্শন করা যেতে পারে জানু কাস্টমার এরা সহজেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো কে খুঁজে পায়।
এছাড়াও প্রডাক্ট কে সুন্দর ভাবে প্রেজেন্ট করার জন্য রয়েছে carousel slider এবং smooth animation effects প্রডাক্ট কে আরো ভালোভাবে প্রদর্শনের সুবিধার্থে লাইটবক্স গ্যালারি যুক্ত করা হয়েছে যার সাহায্যে কাস্টমার গুলোকে আরো ভালো ভাবে দেখতে পারবে।
থিমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
২। Michel Angeol
এই থিমটি কেউ রয়েছে স্পেশাল প্রডাক্ট কে প্রদর্শন করার জন্য একটি ফিচারস carousel slider যদিও এই তিমি কোন মেগা মেনু নেই।
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
৩। shopper
smooches [\b] ইফেক্টস এর পাশাপাশি প্রডাক্ট কে আরো ভালো ভাবে দেখার সুবিধার্তে রয়েছে ইমেজ জুম এবং লাইটবক্স ফিচারস।
অন্যান্য থিম এর মত সপার থিমটিও সম্পূর্ণ রেস্পন্সিভ এবং সব ধরনের ডিভাইস যে সাপোর্ট করে।
থিমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
৪। store front
ফ্রি থিমগুলোর মধ্যে অনেক জনপ্রিয় একটি থিম হচ্ছে স্টোর ফ্রন্ট যা প্রায় ২ লক্ষ ওয়েব সাইটে ব্যবহার হচ্ছে।
এই মিনিমাল ডিজাইনের চিনতে তৈরি করেছে ই কমার্স কোম্পানি যারা ই-কমার্স প্লাগিন ডেভলপ করেছেন।
সহজেই প্রোডাক্ট নেভিগেশন করার জন্য মর্ডান নেক্সট এন্ড প্রিভিয়াস ব্রাটন ইটলি মেন্ট করা হয়েছে এই থিমে ইমেজ লাইট বক্স না থাকলেও আছে মাউস হবার জুম ইফেক্টস।
থিমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
সর্বশেষ তিনটি হচ্ছে উড মার্ক যদিও এটি একটি প্রিমিয়াম থিম প্রিমিয়াম থিম ব্যবহার করে অনলাইন স্টোর ডেভলপ করতে চাইলে উড মার্ক হতে পারে একটি বেস্ট চয়েস।
থিমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
যে ৫ টি থিম সম্পর্কে আমরা জানলাম এগুলোর যে কোন একটি ব্যবহার করে একটি ড্রপ শিপিং স্টোর তৈরি করা যাবে।
তো বন্ধুরা এই পাঁচটি থিম এর মধ্যে কোন দিনটি আপনার সব থেকে ভালো লেগেছে তা জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।
পোস্টটি ভাল লাগলে একটি লাইক দিতে পারেন আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট পছন্দ করেন তাহলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
আজকের মত এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে আগামী এপিছডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ।