IMG
আসসালামুআলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি এজটা WordPress Theme শেয়ার করবো। আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন, যারা আমার সাইটটা আগে ভিজিট করেছেন তারা বলতে পারবেন এ সাইটটা আগে ওয়ার্ডপ্রেসে ছিলো। এখন আমরা সম্পূর্ণ সাইট ব্লগার এ ট্রান্সফার করে এনেছি। এ সাইট এর ওয়ার্ডপ্রেস থিমটা অনেক ইউনিক একটা ডিজাইন ছিলো, এরকম কোন সাইটে ছিলো না। অনেকে আমাকে এ থিমটা দেওয়ার কথা বলেছিল আবার অনেকে কিনে নিতেও চেয়েছিলো, কিন্তু তখন সাইট ওয়ার্ডপ্রেসে একটিভ ছিলো এজন্য কাওকে দেই নি। এখন এই থিমটা ফ্রি শেয়ার করলাম। থিমের ডিজাইন টা অনেক সুন্দর,নিচে কিছু স্ক্রিনশট দিয়ে দিলাম দেখে নিন। আাশা করি ভালে লাগবে। আর একটা কথা বলতে চাই এই থিমটা আসলে Trickbd Mobile Theme থেকে এডিট করে বানানো।
IMG
IMG
IMG
কেমন লাগলো? ভালো লেগেছে তাইনা? এই থিমটা আমি ট্রিকবিডি মোবাইল থিম থেকে ক্লোন করেছি,তাই এর ক্রেডিট ট্রিকবিডি টিমের।
কি কি আছে এই থিমেঃ
তাহলে আর দেরি না করে নিচের লিংক থেকে থিমটা ডাউনলোড করে নিন।
কিভাবে থিম ইনষ্টল করবেনঃ
প্রথমে আপনার সাইটের Admin Panel লগিন করুন >> মেনু বাটন এ ক্লিক করুন >> Appearance >> Themes >> Add New >> Upland এ গিয়ে যে থিমটা ডাউনলোড করলেন তা সিলেক্ট করে আপলোড করুন, তারপর থিম ইনষ্টল হয়ে যাবে।এবার আপনার সাইট ভিজিট করে দেখুন। কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন…