Hello Friend’s!!!
কেমন আছেন?
আশা করছি অনেক অনেক ভালো আছেন!!!
আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি থীম।
এটা নতুন নয়।
খুবই জনপ্রিয় একটি ওয়ার্ডপ্রেস থীম।
সেইটা হলো ট্রিকবিডি থীম।
আমি এই ট্রিকবিডির থীমটাই অসাধারণ কিছু কালার দিয়ে মডিফাইড করেছি।
মেডিফাইড করেই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম।
থীমটা দেখে আপনার পছন্দ হবেই গ্যারান্টি!
কারণ থীমটাতে অসাধারণ কালার দেওয়া হয়েছে।
অসাধারণ ভাবে মার্জিন দেওয়া হয়েছে।
এক কথায় থীমটাতে সকল ধরণের সুবিধা ও অসাধারণ ডিজাইন আছে।
আমি. CSS টা ভালো পারি না।
তবুও এই থীমটা মোডিফাইড করেছি একদিন ধরে।
আর একটা কথা আমার কাছে এটা ভালো লাগছে তাই আমি ভালো বলেছি।
আপনার কাছে খারাপ লাগতে পারে তাই খারাপ বলবেন না।
কয়েকটা পোস্টে মানুষ এতো খারাপ কমেন্ট করে দেখে ইচ্ছা করে ওর বাসায় গিয়ে ওকে মেরে আসি।
তারা পোস্টতো করে না।
আবার কেউ কষ্ট করে পোস্ট করলে তাদের শর্য হয় না।
তাই এসকল খারাপ চরিত্রের লোকগুলো আমার থেকে ১০০০ হাত দূরে থাকেন।
এবার আসুন থীমটার কিছু স্ক্রীনসট দেখে নেই।
আশা করি স্ক্রিনশট গুলো দেখে ভালোই লেগেছে?
আপনাদের ভালো লাগলেই আমি সফল মনে করব।
এবার আসুন আর স্ক্রিনশট নয়!
সরাসরি ডেমো দেখে নেই।
এবার আসুন থীমটার কিছু বিষয় সম্পর্কে জেনে নেই।
১! থীমটার ডিজাইন সম্পূর্ণ ট্রিকবিডি এর মতো।
২! থীমটাতে আছে অতিরিক্ত মেসেজ সিস্টেম।
৩! সম্পূর্ণ রয়েল ব্লু কালার।
যায়হোক এক কথায় অনেক মজা পাবেন এই থীমটা ব্যবহার করে।
এখন আর কি তাহলে এবার সরাসরি থীমটা ডাউনলোড করে নেইঃ
এই থীমটির বিষয়ে যেকোনো সাহায্য পেতে কমেন্ট করুন।
★★TwiceBD.Com★★
আমাদের সাইটে ১টি পোস্টের জন্য ৫৳ টাকা দেওয়া হয়।
মাত্র ২০৳ হলে রিচার্জ ও ৫০৳ বা তার বেশি হলে বিকাশে নিতে পারবেন।
মাত্র ১টি কপিমুক্ত মানসম্মত পোস্ট করলেই ট্রেইনার হতে পারবেন।
আমাদের সাইট লিংকঃ
But post korle j sob likha ak hoye jay
Etar somodan ki