আজকের পোস্টে আমরা দেখব কিভাবে যেকোন থিম, অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ওয়ার্ডপ্রেসে ইন্সটল করবেন । যদিও এই কাজটা একদম ব্যাসিক, তবুও নতুন অবস্থায় অনেকেই হয়ত এই কাজটি পারে না ।
ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ডিরেক্টরিতে প্রচুর পরিমাণে থিম রয়েছে । সেগুলো খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে ইন্সটল করে ফেলা যায় । কিন্তু যে থিমগুলা এখানে পাওয়া যায় না সেগুলো অন্যান্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হয় ।
যেমন আমি themeisle এর ওয়েবসাইট থেকে Neve থিমটি ডাউনলোড করেছি । এখন এটাকে আমরা ওয়ার্ডপ্রেসে ইন্সটল করব । যেকোন থিম ডাউনলোড করার পর আপনারা নিচের মতো একটি জিপ ফাইল পাবেন ।
এখন এটাকে ওয়ার্ডপ্রেসে ইন্সটল করতে হলে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যান । যেকোন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হলে ব্রাউজারে গিয়ে লিখবেন yoursite.com/wp-admin . এখানে yoursite মানে আপনার ওয়েবসাইটের নাম । আমরা যেহেতু লোকালহোস্টে কাজ করছি সেহেতু লোকালহোস্টের ওয়েবসাইটের ড্যাশবোর্ডের অ্যাড্রেস হচ্ছে http://localhost/website01/wp-admin/
ওকে, এখন নিচের স্ক্রীনশটগুলো ফলো করুন ।
ব্যাস, থিমটি ইন্সটল হয়ে গেছে । এভাবে যেকোন থার্ড পার্টি থিম ইন্সটল করতে পারবেন ।
ধন্যবাদ 🙂