Site icon Trickbd.com

WordPress চাইল্ড থিম কি ? কিভাবে একটি চাইল্ড থিম তৈরি করবেন ??

চাইল্ড থিম কি ?

Child থিম হচ্ছে একটি সাব থিম যা মূল থিমের সকল ফাংশনালিটি, স্টাইল, ফিচারস ইত্যাদি বহন করে থাকে । চাইল্ড থিমের সাহায্যে মূল থিমে কোন চেঞ্জ ছাড়াই একটি থিমকে সহজেই মডিফাই করা যায় । যখন মূল থিমটির আপডেট আসে তখন চাইল্ড থিমে আপডেটগুলো অ্যাপ্লাই হয় । যে কারণে মূল থিমের কাস্টোমাইজেশনের কোন প্রব্লেম হয় না ।

কিভাবে একটি চাইল্ড থিম তৈরি করবেন ?

একটি থিমের জন্য চাইল্ড থিম দুই ভাবে ক্রিয়েট করা যায় । একটি হচ্ছে ম্যানুয়ালি আরেকটি হচ্ছে প্লাগিনের সাহায্যে অটোমেটিকভাবে । এই পোস্টে আমরা প্লগিনের সাহায্যে খুব সহজেই কিভাবে চাইল্ড থিম তৈরি করা যায় ত দেখব । এই সহজ কাজটি করে দিয়ে আপনি fiverr থেকেও আর্নিং করতে পারবেন ।

Creating Child Theme

WordPress ড্যাশবোর্ড থেকে appearance>plugin এ চলে যান । তারপর Add new তে ক্লিক করুন ।
One click child theme লিখে সার্চ করুন এবং স্ক্রিনশটে দেখানো প্লাগিনটি ইন্সটল করে অ্যাক্টিভ করুন ।

ইনস্টল হয়ে গেলে Appearance এ Child theme নামে নতুন একটি অপশন অ্যাড হবে ।

Dashboard > Appearance > Child Theme. এ ক্লিক করুন ।
তারপর স্ক্রিনশটে দেখানো নিয়ম অনুযায়ী একটি child থিম তৈরি করে ফেলুন ।


প্লাগিনটি একটি child থিম তৈরি করবে এবং এটিকে অ্যাক্টিভেট করে আপনাকে থিম প্যানেলে নিয়ে যাবে ।

পরবর্তী পোস্টে কিভাবে ম্যানুয়ালি একটি চাইল্ড থিম তৈরি করা যায় ত দেখব ।

ধন্যবাদ ।