হ্যা, আজ উইন্ডোস ব্যবহারকারিদের জন্য একটি সামান্য কিন্তু খুব কাজের একটি সফটওয়্যার নিয়ে কথা বলতে আসলাম, এখানে এমন অনেক পিসি ব্যবহারকারি যারা পিসি কিনার পরে হয়ত আর তার ড্রাইভার গুলোর খবর ও জানে না।  যে, কারনে দেখা যাচ্ছে বিভিন্ন কারনে পিসির অসুখ স্লো স্প্রিড, ওপেন হতে সময় নেয় অনেক, হঠাত করে স্ক্রিনে কিছুই দেখা যায় না বা ব্লিংক করে আরও বিভিন্ন কারনে আপনার সাধের পিসিটি ডাউন হয়ে যেতে পারে শুধু মাত্র এই ড্রাইভার আপডেট না করার কারনে, তাই আজ আমার এই লেখা।  কথা বলব আজ, আইওবিট ড্রাইভার বুস্টার নিয়ে।

এই সফটওয়্যার এর প্রধান কাজ হল, আপনার পিসির কোন ড্রাইভারটি আপডেট করা নেই তাই খুজে বের করা সাথে সাথে সেই গুলো আপনি এই সফটওয়্যার এর মাধ্যমে আপডেট ও করে নিতে পারবেন, কুল? না কথা আসে, আপনি যদি আইওবিট ড্রাইভার বুস্টার প্রো ভার্সন ব্যবহার না করেন তাহলে আপনাকে কিছু সিমানার ভিতরে এই সফটওয়্যার ব্যবহার করতে হবে, তবে চিন্তার কিছু নেই আমার পোস্ট মানে প্রিমিয়াম।  তাই আজও এই সফটওয়্যার এর প্রো ভার্সন আপনাদের সাথে শেয়ার করতে আসলাম।  তো চলুন একটা স্ক্রিনশোট দেখার পরে, কি কি করতে পারে এই এপস এবং কিভাবে আপনি এর প্রিমিয়াম ভার্সন একটিভ করবেন।

আপনি যদি ইচ্ছা করেন তো আপনা থেকে এই এপস আপনার ড্রাইভার গুলো অটো আপডেট করে দিবে, তার জন্য শুধু মাত্র আপনার কিছু সেটিং করতে হবে, আর হ্যা এটা কিন্তু শুধু মাত্র প্রো ভার্সনে জন্য, তাই আপনার চিন্তা করতে হবে না কত দিন পরে পরে ড্রাইভার গুলো আপডেট করতে হবে।  আপনার হোম স্ক্রিনে দেখতে পারবেন কয়টি ড্রাইভার আপডেট হতে বাকি আসে।

কি কি ফিচারস আসেঃ

  • এটি উইন্ডোস এর সব ভার্সনে কাজ করবে মানে, উইন্ডোস ৭,৮,১০
  • আপনার পিসিটি যেই মাদার্বোদ এর হক না কেন সব গুলোতে সাপোর্ট করবে
  • অটো ও ম্যানুয়ালি আপনি ড্রাইভার গুলো আপডেট করতে পারবেন
  • আপনার যে ড্রাইভারটি আপডেট করা হয়নি, সেই ড্রাইভারের বর্তমান ভার্সন ও নতুন ভার্সন, কত সাইজ, কোন ডেভলোপার বানিয়েছে সব দেখাবে
  • যদি আপনার অনেক ড্রাইভার আপডেট করার থাকে সে ক্ষেত্রে দেখা যাবে অনেক সময় এর প্রয়োজন, তখন আপনি ইচ্ছা করলে সব ড্রাইভার আপডেট হলে যেন পিসি বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থাও আসে।
  • আপনি যদি গেমখোর হন, তাহলে এই এপস আপনার জন্য। কারন এই এপস এর একটি বিশেষ ফিচারস হল গেম বুস্ট করা
  • আরও অনেক কাহিনি আসে সেই গুলো ব্যবহার করে দেখুন

ডাউনলোড করুন

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ  Download

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ  Download

প্রিমিয়াম সোর্সঃ IObit Driver Booster Pro Full Crack

  • নিয়মিত এই এপস এর প্রিমিয়াম ভার্সন আপডেট পেতে উপরে ওয়েবসাইট ভিসিট করতে পারেন।  ?বা আপনি যদি ফেসবুক ব্যবহার কারি হয়ে থাকেন, তো নিয়মিত সব উইন্ডোস এর প্রিমিয়াম সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করার জন্য আপডেট পেতে এখানে গিয়ে ম্যাসেজ করুন “Windows” লিখে এবং প্রতি সপ্তাহে কি কি সফটওয়্যার আপডেট হল বা নতুন কি কি সফটওয়্যার আসল তা আপনাকে মেসেজ করে জানানো হবে।  মিস করলে লস।  ?

ডেভলোপার ওয়েবসাইটঃ Website


কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ

  1. উপর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন
  2. এবার Extract করুন Winrar বা 7zip দিয়ে। যদি না থেকে এখান থেকে ডাউনলোড করে নিন
  3. এবার “Setup” ফোল্ডার গিয়ে সফটওয়্যারটি ইনস্টল/ওপেন করুন
  4. এবার “Crack” ফোল্ডারে ঢুকুন
  5. এবার দেখুন “Loader” নামের একটি ফাইল আসে সেটি Extract করুন Winrar বা 7zip দিয়ে
  6. এবার এই Loader টিকে আপনার সদ্য ইনস্টল করা সফটওয়্যার এর ফাইল লোকেশনে ঢুকে Paste করে দিন
  7. এবার এই Loader টি কে মাউসের রাইট বাটন ক্লিক করে “Run as Administrator” ক্লিক করে ওপেন করুন
  8. দেখুন আপনার ফ্রি ভার্সন সফটওয়্যার এখন প্রো ভার্সন দেখাছে
  9. এই ছিলো ফুল ভার্সন বা একটিভ করার নিয়ম

এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে।  সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন।  আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু।  টাটা

 

আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। 

নিয়মিত এন্ড্রয়েড এবং উইন্ডোস এর নতুন সব এপস এর আপডেট পাওয়ার জন্য উপরের “Message Us” বাটনে ক্লিক করে এন্ড্রয়েড হলে “Android” আর উইন্ডোস হলে “Windows” লিখে সেন্ড করে নতুন সব এপস এর আপডেট এর মেসেজ পান ফ্রিতে।

6 thoughts on "[IObit Driver Booster Pro v7.0.2.438] আপডেট করে নিন আপনার উইন্ডোস এর ড্রাইভার গুলো, আর আয়ুকাল বাড়িয়ে নিন আপনার হার্ডডিস্ক,র‍্যাম,সিপিইউ সময় থাকতে আপনার পিসির হায়াত বাড়িয়ে নিন"

    1. Masum Khan Author Post Creator says:
      thamks
  1. Android Brother BD Contributor says:
    ৬। এবার এই Loader টিকে আপনার সদ্য ইনস্টল করা সফটওয়্যার এর ফাইল লোকেশনে ঢুকে Paste করে দিন

    এই লাইনটা বুঝলাম না ভাই। কোন ফাইল লোকেশন এ ঢুকে পেস্ট করবো?

    1. Masum Khan Author Post Creator says:
      আপনি যে iObit Driver Booster টা ইনস্টল করেছেন, তার পরে আপনার ডেস্কটপ স্ক্রিনে এই সফটওয়্যার এর একটি আইকোন হয়েছে iObit Driver Booster এর এবার এই আইকোন মাউসের রাইট বাটন প্রেস করলে Open File Location এর যেটা আসবে সেইটা তে ক্লিক করলে আপনাকে যে ফোল্ডার পাবেন সেইটাকে সফটওয়্যার এর ফাইল লোকেশন বলে।
    1. Masum Khan Author Post Creator says:
      you are welcome

Leave a Reply