Site icon Trickbd.com

ডোমেইন এবং হোস্টিং কি ? ওয়ার্ডপ্রেস ও ব্লগার কি ?

Unnamed

তো কি অবস্থা সবার ? আশাকরি সবাই ভালোই আছেন

ডোমেইন ও হোস্টিং কি?
বোঝার জন্য উদাহরণ আগে বলি
মনে করি একটি বিশালায়তনের বাজার রয়েছে। আপনি সেখানে একটি খেলনার দোকান খুলতে চাচ্ছেন।
তাহলে আপনার প্রথম কাজ কি ?
আপনি অবশ্যই প্রথমে একটি স্থান ক্রয় করবেন।
তারপর দোকানের মালপত্র নিয়ে আসবেন এবং অবশেষে সেই দোকানের একটি নাম দিবেন
কি তাই তো ?
ওয়েবসাইট ও ঠিক এভাবেই তৈরি হয়
শুধু এখানে ঐ বড় বাজারটি হচ্ছে ইন্টারনেট

আর ইন্টারনেট জগতে দোকান বানাতে হলে অর্থাৎ ওয়েবসাইট বানাতে হলে আপনাকে প্রথমে জায়গা ক্রয় করতে হবে আর সেই জায়গাটিই হচ্ছে হোস্টিং এবং অবশেষে আপনার দোকানটি অর্থাৎ ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য একটি নাম দরকার আর সেই নামটিই হচ্ছে ডোমেইন নেম।
আশা করি একটি সাধারণ ধারনা চলে এসেছে আপনাদের মাথায়। এবার মূল কথায় আসি

ডোমেইনঃ

এখানে একটি ওয়েব সাইট এর নাম বলতেছি
https://www.geniusartist.xyz/
এখানে আমার সাইটির ডোমেইন নাম হল geniuartist
এবং .xyz হল একটি এক্সটেনশন
অর্থাৎ পুরো ডোমেইন নেম হল geniusartist.xyz
ডোমেইন এর এক্সটেনশন গুলো বিভিন্ন রকমের হয়
যেমন:
.com হল কমার্শিয়াল এর সংক্ষিপ্ত রূপ
.org হচ্ছে অর্গানাইজেশন এর সংক্ষিপ্ত রূপ
.net হল নেটওয়ার্কিং সাইটের সংক্ষিপ্ত রূপ
.info হল ইনফরমেশন সাইটের সংক্ষিপ্ত রূপ ইত্যাদি সহ আরও অনেক ধরনের ডোমেইন নেম ব্যবহার করা হয়
এখন আপনারা বলবেন ভাই তাহলে আপনার সাইটর .info দিলেন না কেন?
হুমম ভাই দেওয়ার ইচ্ছা ছিল।
দিবো ভবিষ্যৎ এ…
উপরের এই কয়েকটি ডোমেইন এক্সটেনশন অনেক পপুলার।
আপনি যদি কোনও সাইট খুলতে চান এবং আপনার কাছে যদি সেরকম টাকা থাকে তবে আমি সাজেশন করব এগুলোর মধ্যে একটি ক্রয় করতে

হোস্টিংঃ

আপনি একটি ডোমেইন ক্রয় করলেন অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের একটি নাম ক্রয় করলেন। ডোমেইন ক্রয় করে রেখে দিলে আপনার ওয়েবসাইট সাইটটি দেখা যাবে না।
আপনার সাইটটি দেখানোর জন্য আপনার ওয়েবফাইল গুলো যেমন আপনার সাইটের কন্টেন্ট, ফটো , ভিডিও, ওয়েব-ফাইল, ওয়েব-ফাইল ইত্যাদি রাখার জন্য একটি জায়গা দরকার। আপনার সাইটের এই কন্টেন্টগুলো এমন একটি কম্পিউটারে রাখতে হবে যা ২৪ ঘণ্টা অনলাইনে থাকবে। আপনার সাইটের হোস্ট করা কম্পিউটার অনলাইনে চালু থাকলেই কেবলমাত্র ভিজিটররা আপনার সাইটটি দেখতে পাবে। আর এই সেবাটি দিয়ে থাকে বিভিন্ন ওয়েবহোস্টিং কোম্পানিগুলো
অর্থাৎ কোন ওয়েবসাইট যে জায়গা জুরে থাকবে সেটাই ঐ ওয়েবসাইটের হোস্টিং । হোস্টিং এর জায়গা যত বড় হবে আপনি তত বেশি কন্টেন্ট রাখতে পারবেন।
হোস্টিং কে সার্ভারও বলা হয় আবার কখনো কখনো ওয়েবসর্ভারও বলা হয়
আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝেছেন।
এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই ডোমেইন বুঝলাম হোস্টিং বুঝলাম এখন সাইট কিভাবে বানাবো?
সাইট বানানোর জন্য প্রথমে আপনাকে ডোমেইন ও হোস্টিং কিনতে হবে।
বর্তমানে অনেক সাইট আছে যেগুলো ডোমেইন হোস্টিং ফ্রিতেও দেয় সেগুলো কিনে আপনারা প্রাকটিস করতে পারেন তবে প্রফেশনালি কাজ করতে চাইলে পেইড ডোমেইন হোস্টিং ক্রয় করুন।
এরপর আপনি আপনার সাইটটি পিএইচপি এর মাধ্যমে বানাতে পারেন বা আপনি যদি HTML/CSS বা PHP না জেনে থাকেন তবে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমেও কাস্টমাইজড করতে পরেন।

WordPress এবং Blogger কি ?

ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি আপনার সাইটটি কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই কাস্টমাইজড করতে পারবেন।
আপনি যা কিছু করবেন বা যা নির্দেশ দিবেন তা ওয়ার্ডপ্রেস নিজের মতো কোডিং করে কাস্টমাইজড করবে।
শুধু ওয়ার্ডপ্রেস না ব্লগার ও একই কাজ করে। তাছাড়াও অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার সাইটটি কাস্টমাইজড করতে পারবেন।
আশাকরি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন।
যদিও নতুনদের জন্য এগুলো হজম করা ততটা সহজ না তাই যত পারুন এগুলো নিয়ে ঘাটাঘাটি করুন।
একটি কন্টেন্ট বারবার পড়ুন এতে করে আপনার ব্রেইন এটাকে সেইভ করে রাখবে।
ধন্যবাদ পড়ার জন্য।
শুভকামনা রইল সবার জন্য।

আমার ফেসবুক আইডি Click here Bro ফেসবুক পেজ Click here Bro