Site icon Trickbd.com

[Part 3]জাবা দিয়ে তৈরি করুন ট্রিকবিডি এর মতো ওয়ার্ডপ্রেস সাইট ১০০% Working…..{First On Net}…… [Java +Android]

Unnamed

আসসালামু আলাইকুম ও আদাব

আশা করি ভালোই আছেন।কেউ ভালো না থাকলে আমাদের প্রিয় ট্রিকবিডি সাইট কেউ ভিজিট করে না।
আপনাদের দোয়ায় আমিও
ভালো আছি।
আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা পোষ্ট নিয়ে।যার মাধ্যমে আমরা নতুন কিছু শিখবো।

আমি একজন মানুষ আর
মানুষ মাত্রই ভুল আমার যদি
ভুল হয় তাহলে কেউ খারাপ
কমেন্ট করবেন না।আর যদি
পারেন তাহলে কমেন্টে ভুলটা
দেখিয়ে দিবেন।তাহলে আমি
ভুলটা সংশধনের চেষ্টা করব।
আর যদি পোষ্টটা পড়ে যদি
একটুও উপকৃত হন তাহলে
একটা কমেন্ট ও একটা লাইক
দিয়ে যাবেন।

আচ্ছা, যাই হোক টাইটেল
দেখেত নিশ্চয়ই বুঝে
গেছেন যে,আজ কি বিষয়
নিয়ে কথা বলতে চাচ্ছি?
চলুন শুরু করা যাক।

আজ আমরা একটা থীম আপলোড দিবো যারা আগের দুইটা পার্ট দেখেন নি তারা এখানে দিয়ে দেখে আসুন।আগের পার্টগুলো না দেখলে তাহলে কিন্তু বুঝবেন না।তো চলুন কাজে চলে যাই।
প্রথম আপনি yoursitelink/wp-admin এখানে যান yoursitelink এখানে আপনার সাইট লিংক (ex: nktrick.byethost24.com/wp-admin) দিয়ে ভিজিট করুন।
কাজের ধাপঃ
বিঃদ্রঃব্রাউজারের Mobile View অন রাখবেন।
১.আপনি সব সঠিক মতো লিখলে নিচের পেজ পাবেন এবং আপনি পেজ এর মেনু অপশনে ক্লিক করুন।

২.তারপর এইরকম আসবে এবং আপনি এপারেন্স এ ক্লিক করুন।

৩.তারপর একটা থীম নামে অপশন পাবেন ঐটাতে ক্লিক করুন।জাবাতে অনেক সময় এই অপশন দেখা যায় না।তখন আপনি yoursitelink/wp-admin/themes.php এই এড্রেসবারে লিখে ব্রাউজ করুন।
৪.সব ঠিক থাকলে আমরা এবার নিচের পেজ এর মতো “এড নিউ” অপশনে ক্লিক করব।

৫.তারপর “আপলোড” অপশনে ক্লিক করুন।

৬.তারপর নিচের মতো আসলে মেমোরিতে গিয়ে থীম সিলেক্ট করে আপলোড দিন।

৭.তারপর আপলোড শেষে আপনি নিচের মতো “ইন্সটল নাও”অপশনে ক্লিক করুন।

৮.তারপর “একটিভ”অপশনে ক্লিক করে থীম এক্টিভ করে নিন।

আমাদের থীমের কাজ শেষ।
আপনারা হয়তো ভাবছেন থীম লিংক কই।আপনারা এখানে থীমটা ডাউনলোড করে নিন।
আমি এটা নিয়ে আর একটা পোষ্ট করব।কারন এখন আপনার সাইটে গিয়ে দেখুন “নোটিফিকেশন”দেখা যাচ্ছে না।আমি ওটা শো করানোর আর একটা পোষ্ট দিবো।আর এটা দেরি করে দেয়ার জন্য দুঃখিত।
……..

তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ট্রিকে।

Contact Me On Facebook

.
জাভা,এনড্রইড ও ওয়াপকিজ এর সকল টিপস পেতে আমাদের পেজে লাইক দিন।
ভিজিট করতে নিচে ক্লিক করুন।
Java-Android Tips And Wapkiz Help
নতুন নতুন জাভা গেম ও ওয়াপকিজ কোড পেতে পেতে চাইলে আমার সাইট ভিজিট
করতে পারেনঃ NkBD.Tk
আবারও বলছি কোনো ভুল হলে কমেন্টে যানাবেন
আর হ্যাঁ আপনার সময় থাকলে পোষ্টে একটা কম্মেন্ট ও লাইক করে যাবেন।
ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির সাথেই থাকুন।