Site icon Trickbd.com

[LeTest]আপনার ওয়ার্ডপ্রেস সাইট এর থীম ইডিট করুন থীম ইন্সটল থাকা অবস্থাতেই! তাও আবার জাভা ফোন দিয়ে

Unnamed

আজ আপনাদের একটা দারুন ট্রিক শেখাবো।তার আগে কিছু কথা বলে নেই।আমি বেশ কিছুদিন ধরে জাভা দিয়ে ওয়ার্ডপ্রেস এর সকল কাজ শেখাচ্ছি।অনেকে এই পোষ্টগুলোকে ভালো আবার কেউ বলছে এগুলো পোষ্ট হলো।আমি এগুলোকে ইগনোর করে নিজের মতো করে পোষ্ট করে যাচ্ছি।তবে আপনি ভালো কমেন্ট করতে পারবেন না।করেন না।খারাপ কেনো করেন।এতে পোষ্ট দাতার পোষ্ট করা ইচ্ছা নষ্ট হয়।আর আমি প্রায় কয়েক বছর ধরে ট্রিকবিডিতে আছি।তবে কিছুদিন আগে ট্রেইনার হলাম।আমি প্রথম থেকেই দেখে আসছি যে।প্রত্যেক অথর ভালো কমেন্ট করে বাট কিছু কন্ট্রিবিউটররা খারাপ কমেন্ট করে থাকে।তাদের উদ্যশ্যে একটা কথা আপনারা প্লিজ অথরদের পোষ্ট করার মন নষ্ট করবেন না এটা অনুরোধ।আসুন টপিকে যাই–,,,
আজ শেখাবে যে কিভাবে সহজেই ইন্সল করা থীম ঐ অবস্থায় ইডিট করব।এটা করা জাভা দিয়ে যায় না।তবে আমি একটা ট্রিক বের করেছি।আপনারা এই অ্যাপ ডাউনলোড করে স্ক্রিনসট ফলো করুন।



এবার একটা পেজ আসবে যেটা স্ক্রিনসট নেয়া যায় না।তবে এখানে কি করতে হবে তা বলে দিচ্ছি।
Name এ যেকোনো নাম দিন Ex: Nk
Address এ ftp server এর নাম ex: ftp.byethost.com লিখুন

user name এ আপনার hosting user নেম লিখুন ex: b21_2425767
password এ পাসওয়ার্ড দিন।
তারপর মেনু বাটনে ক্লিক করে ok করে দিন।
সবঠিক থাকলে নিচের পেজ আসবে

তারপর আপনি htdocs এ ক্লিক করে স্ক্রিনসট ফলো করুন।




তাহলে নিচের মতে পেজ আসবে।যেখানে সব পেজের নাম দেখাবে।তারপর আপনার ইচ্ছা মতো ইডিট করুন।