Site icon Trickbd.com

ওয়ার্ডপ্রেস ৪.৩ এবং বাংলা ভাষা।

Unnamed

আসসালামুআলাইকুম। সুপ্রিয় টিউনার ভাইয়েরা আমার সালাম জানাচ্ছি। এটা আমার ৪র্থ টিউন্স। আজ ওয়ার্ডপ্রেস এর ৪.৩ ভার্সন নিয়ে কথা হবে। ওয়ার্ডপ্রেস ৪.৩ আজ আপডেট করা হয়েছে। এতে আমাদের বাংলা ভাষা সরাসরি এড করা হয়েছে। এছাড়াও আরো অনেক কিছুই এড করা হয়েছে। ওয়ার্ডপ্রেস এর পুর্বের ভার্শন গুলোতে বাংলা ভাষা ছিল না। বাংলা সাফোর্ট করানোর জন্য অনেক কাহিনী করতে হতো। কিন্তু এবার আমাদের বাংলা সাইট বানাতে আর কোন ঝামেলা কপ্রতে হবেনা। কারন ওয়ার্ডপ্রেস ৪.৩ এ বাংলা ভাষা দেওয়া আছে। ট্রিকবিডি কে বলছি আপনারা যত তাড়াতাড়ি পারেন আপডেট করে নিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই ইতি টানছি।

পূর্বে প্রকাশিতঃ এখানে

আমার সাইটঃ দেখুন

আমার বাংলা গল্পের ব্লগঃ বাংলা গল্প

Exit mobile version