Site icon Trickbd.com

চলে এলো ট্রিকবিডির আসল wordpress থিমস। ??ফেক থিমস গুলা বাদ দিয়ে, অরিজিনাল টা নিন। ??

Unnamed

আমরা ট্রিকবিডি মোবাইল ভার্সন থিম বা ট্রিকবিডি থিম যেটাই বলেন না কেন এত উন্নত এবং জনপ্রিয় হওয়ার মূল কারণ কি?

এই ট্রিকবিডি অরিজিনাল মোবাইল ভার্সন থিমটা জনপ্রিয় হওয়ার মূল কারণ হল এই trickbd থিমটা জনপ্রিয় আমাদের প্রাণপ্রিয় ওয়েবসাইট trickbd.com ব্যবহৃত এবং এই থিমের কপিরাইট একমাত্র trickbd.com.

 

ট্রিকবিডি মোবাইল ওয়াডপ্রেস থিম অতি সূক্ষ্ম এবং ক্লিন রেসপনসিভ ডিজাইন ইউজার ফ্রেন্ডলি এবং এই ট্রিকবিডি ওয়ার্ডপ্রেস থিম ট্রিকবিডি এর অরজিনাল মোবাইল ভার্সন থিমটি জাভা মোবাইল ব্যাবহার কারিদের উপভোগ্য করে তোলা হয়েছে.

 

ট্রিকবিডি মোবাইল ওয়ার্ডপ্রেস থিম জনপ্রিয় হওয়ার আরও একটি কারণ রয়েছে ইন্টারনেটে হাতে খড়ি হিসেবে trickbd.com হচ্ছে আমাদের আদর্শ এখান থেকে অনেকেই ওয়েবসাইট তৈরীর বা বিভিন্ন বিষয়ে লেখালেখি দেখে ইন্টারনেট থেকে আয় হ্যাকিং বিষয়ে বিভিন্ন টিপস এন্ড ট্রিকস ওয়েবসাইটে লেখা হয়ে থাকে এবং এই ওয়েবসাইট অনেক পুরনো।

 

trickbd.com যখন তৈরি করা হয় তখন বাংলাদেশ এই ধরনের টিপস-এন্ড-ট্রিকস ওয়েবসাইট সর্বোচ্চ দুই থেকে তিনটি ছিল যার কারণে অনেকেই এইসব সাইট তৈরি করার ধারণা রাখত না এবং তারা শুধু trickbd.com ভিজিট করতে থেকেই অনেক জনপ্রিয় হয়ে ওঠে trickbd.com এবং সাথে সাথে তাদের তৈরি করা ট্রিকবিডি ওয়ার্ডপ্রেস থিম বা তাদের জনপ্রিয় ক্রিকবিডি মোবাইল ভার্সন ওয়ার্ডপ্রেস থিম জনপ্রিয় হয়ে ওঠে।

 

ট্রিকবিডি মোবাইল ভার্সন থিম সম্পর্কে:

ট্রিকবিডি মোবাইল ভার্সন ওয়ার্ডপ্রেস থিম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এ তৈরি করা সকল ওয়েবসাইটের জন্য ব্যবহার করার উপযোগী.
এবং ট্রিকবিডি ওয়ার্ডপ্রেস থিম এর সঙ্গে অনেক ফাংশন বা ফিচার যুক্ত করা আছে যেগুলো অন্য কোন ওয়াডপ্রেস থিমে নেই।

ট্রিকবিডি ওয়ার্ডপ্রেস থিমের রয়েছে “জনপ্রিয় পোস্ট“,” ট্রেন্ডিং পোস্ট“,” সাম্প্রতিক পোস্ট” ইত্যাদি ফিচার রয়েছে এছাড়া” পোস্ট ভিউজ কাউন্টার“,” লাইক সিস্টেম “,”রিপোর্ট সিস্টেম“,” অথর কমেন্ট“,” নোটিফিকেশন সিস্টেম “,”পেমেন্ট সিস্টেম “,”পেমেন্ট রিকোয়েস্ট সিস্টেম” আরো অনেক ফিচার রয়েছে যার কারণে এই “ওয়ার্ডপ্রেস থিম” টি বা “ট্রিকবিডি অরিজিনাল ওয়ার্ডপ্রেস থিম “জনপ্রিয়.

 

ট্রিকবিডি মোবাইল ভার্সন থিমের যতগুলো কথা আমি বললাম বিশ্বাস না হলে আপনারা লাইভ দেখে আসতে পারেন ভিজিট করুন এখানে Sikhenin.com

 

তো
এবার আসি কিভাবে ট্রিকবিডি অরিজিনাল থিমটি ডাউনলোড করবেন।

 

আমি আপনাদের ট্রিকবিডি থিম ট্রিকবিডি মোবাইল ভার্সন অরিজিনাল থিম একদম বিনামূল্যে আপনাদের ব্যবহার করার এক্সেস দেব। ট্রিকবিডি ওয়াডপ্রেস থেমে কোন সমস্যা নেই।

আমার টুলের মাধ্যমে চেক করা কোন ভাইরাস নেই এবং চাইলে আপনারা চেক করে নিতে পারেন।

 

ট্রিকবিডি মোবাইল ভার্সন ওয়ার্ডপ্রেস থিম ফ্রি ডাউনলোড Here direct

safelink

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সেখানে নিয়ে সাথেই থাকবেন খোদা হাফেজ।