হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন।
আজকে আমার এই পোষ্টের বিষয় হলো, কিভাবে ওয়ার্ডপ্রেস Latest version থেকে privious version এ downgrade করতে হয়। আমি একটি সহজ নিয়ম দেখাবো, একটি প্লাগিন দিয়ে।
ওয়াডপ্রেস ভার্শন ডাউনগ্রেড করা হয় সাধারণত কিছু সমস্যার কারনে। যেমন: ওয়ার্ডপ্রেস থিম সমস্যা এবং অন্য যেকোনো কারণে আপনার যদি ওয়ার্ডপ্রেস আগের ভার্সনে যাওয়ার দরকার হয় তাহলে আমার এই পোষ্ট আপনার কাজে আসবে।
সম্প্রতি আমরা ট্রিকবিডি এর যে মোবাইল থিমটি ব্যবহার করি, এই থিমটিতে একটু সমস্যা দেখা দিয়েছে।
আপনারা যারা এই থিমটি ব্যবহার করেন তারা হয়তো জানেন যে এটিতে নতুন পোষ্ট করতে গেলে আবার একই পেজ রিলোড হয়ে আসে।
আমি এই প্রবলেম টা বুঝতে পারছি। আগের ভার্সনে ডাউনগ্রেড করে নিলেই হয়ে যাবে।
এই কাজটি অনেকেই পারে না । কেউ কেউ বলে যে, ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন ডিলিট করে আবার ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হবে।
আর ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন ডিলিট করলে তো পুরো সাইট ডিলিট হয়ে যাবে।
আজ আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ওয়ার্ডপ্রেস রি-ইন্সটল না করে সহজ নিয়মে আগের ভার্সনে যাবেন।
তো চলুন শুরু করি।
প্রথমে আপনাকে একটি প্লাগিন ইন্সটল করতে হবে। প্লাগিন টির নাম হল wp downgrade.
এই প্লাগিনটি আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে সার্চ করলেই পেয়ে যাবেন। তারপর সেটি ইন্সটল করে নিবেন।
ইন্সটল হয়ে গেলে Apperance > Settings > Wp downgrede এ ক্লিক করবেন।
তারপর একটি বক্স দেখতে পারবেন। বক্স টিতে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের বর্তমান ভার্সন উল্লেখ থাকবে। আপনি আগের যে ভার্সনে যেতে চান সেখানে তা সিলেক্ট করে দিতে হবে।
আপনি previous version 5.4 সিলেক্ট করতে পারেন।
তারপর নিচে Save change এ ক্লিক করবেন।
ক্লিক করার পর নিচে update core এরকম একটি লিংক অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন।
এরপর Re install এ ক্লিক করবেন।
তারপর একটু অপেক্ষা করুন, কাজ হয়ে যাবে।
এই পদ্ধতিতে আপনাকে ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন ডিলিট করতে হচ্ছে না। আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন আগের ভার্সনে ডাউন গ্রেট হয়ে যাবে।
তো এই ছিল আমার পোস্ট। আশাকরি আপনাদের ভাল লেগেছে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
অবশ্যই পড়ুন –