আসসালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে কেউ ভালো না থাকলে ট্রিকবিডিতে ভিজিট করে না। তাই আপনাকে ট্রিকবিডিতে আসার জন্য ধন্যবাদ।
অনেকেই হয় তো টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন টপিক নিয়ে পোস্ট করছি।
হ্যা আমি জাভা ইউজারদের জন্যে এমন একটি FTP সাইট নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা যেকোন কোড এডিট করতে পারবেন।
অনেকেই এই বিষয়ে জানে তাও পোস্ট লিখতে বসলাম কারণ এই বিষয়ে জানে না।
জাভা ফোন দিয়ে থীম ইনষ্টল থাকা অবস্থাতেই থীম এডিট করতে পারবেন এমন একটি টপিক লিখেছেন Muhammad Nabid ভাই তবে সেই পদ্ধতিটি আলাদা এবং ওই পদ্ধতিতে এডিট করতে গেলে সমস্যা দেখায়।
তাই আজকে আমি একটি নতুন পদ্ধতিতে থীম এডিট করা শিখাবো যেটা ১০০% কার্যকরী।
আজকের টপিকটি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। যারা জানেনা তারা আমার এই পোস্ট অনুসরণ করলে জানতে পারবেন যে, কিভাবে আপনি জাভা ফোন দিয়ে ওয়ার্ডপ্রেসের থীম ইনস্টল থাকা অবস্থাতেই এডিট করতে পারবেন।
তো কথা না বাড়িয়ে আসল কাজে যাওয়া যাক।
প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে: net2ftp তে লগইন করতে হবে।
লগইন করার সময় আপনাদেরকে wordpress এর আপনি যেখান থেকে হোস্ট কিনেছেন ঐ তথ্যগুলো এখানে দিতে হবে। উদাহরণ হিসেবে নিচে দেওয়া pic টি follow করতে পারেন।
তারপরে wp-content নামের ফোল্ডারটি select করুন।
তারপরে themes নামের ফোল্ডারটি select করুন।
তারপরে আপনার সাইটে যে থীমটি বর্তমানে এক্টিভ আছে ঐ থীমটি select করুন।
তারপরে আপনি থীমটির যেই অংশ টা এডিট করতে চান ওখানে যান। বিঃদ্রঃ এখানে কিছু select করবেন না। ওখান থেকে just ডানদিকে মাউসটি নিয়ে যাবেন।
তারপরে ডানদিকে যাওয়ার পর Edit লেখাটা দেখতে পাবেন। ঐটাতে ক্লিক করুন।
তারপরে ওখানে ইনপুট বক্সটাতে গিয়ে ইচ্ছামত এডিট করুন।
তারপরে, এডিট করা শেষে Screenshou টা অনুসরণ করে save করুন।
ফোল্ডার থেকে বাহির হবার জন্য Screenshot টা অনুসরণ করবেন। বিঃদ্রঃ এখানেও ব্যাক বাটন প্রেস করে বের হবেন না তাহলে কিন্তু আবার লগইন করতে হবে।
তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন। নতুন নতুন ট্রিক জানতে নিয়মিত ট্রিকবিডি ভিজিট করুন। আল্লাহ হাফেজ বন্ধুরা আজকের টপিক এই পর্যন্তই।