আসসালামু আলাইকুম ।
দেখতে দেখতে চলে এলো নতুন বছরের ফেব্রুয়ারি মাসের শহীদ দিবস । যা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন ।
আর এই দিন টা তে আরেকটু আনন্দ বাড়াতে আমি চলে এসেছি TheGamingHubs এর পক্ষ থেকে ডোমেইন হোস্টিং অফার । যা চলবে সীমিত সময়ের জন্য ।
চলুন শুরু করি এবং আগে একটি প্রশ্ন টেবিল তৈরি করে নেই এতে আপনাদের ও বুঝতে সহজ হবে এবং আমারো লিখতে সহজ হবে ।
প্রশ্ন শিরোনামঃ
১. এটা কেমন অফার / কেমনে কি ?? ?
২. অফার কত দিন চলবে ?
৩. হোস্টিং সার্ভিস কেমন হবে ?
৪. রিনিউ চার্জ কত পরবর্তী মাস থেকে ?
৫. Promo Code কি ?
৬. কিভাবে ডোমেইন হোস্টিং অর্ডার করবো এবং পেমেন্ট করবো ?
এটা কেমন অফার / কেমনে কি ?? ?
১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে Buyhostbd দিচ্ছে অসাধারণ ছাড় এ ডোমেইন হোস্টিং প্যাকেজ । এখানে আপনি আনলিমিটেড হোস্টিং প্যাকেজ কিনলে একটি ডোমেইন ফ্রী পাবেন । এবং সবচেয়ে বড় কথা হলো প্রথম মাসের জন্য আপনি মাত্র ২০০ টাকা দিয়ে এই প্যাকেজ কি কিনতে পারবেন ।
অফার কত দিন চলবে ?
যেহেতু এটা ফেব্রুয়ারি মাস এবং আমাদের মাতৃভাষা জয়ের মাস তাই এই সুপার অফার টি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে থাকবে এবং এই ডোমেইন হোস্টিং প্যাকেজ টি অফার করছে Bengali Blog Official Team. তাদের ওয়েবসাইটের সকল ভিজিটর দের জন্য ।।
হোস্টিং সার্ভিস কেমন হবে ?
Buyhostbd তাদের ওয়েব হোস্টিং সার্ভার আগের চেয়ে ২x বেশি উন্নত করেছে । তাদের হোস্টিং সার্ভার United States এবং Singapore এর । আমি আগেও তাদের সার্ভিস ব্যবহার করেছি । অনেক হেল্পফুল এবং বর্তমানেও ব্যবহার করি ।
রিনিউ চার্জ কত পরবর্তী মাস থেকে ?
প্রথম মাসে আপনারা BengaliBlog.Xyz এর পক্ষ থেকে Unlimited Hosting এবং একটি .Xyz Domain মাত্র ২০০ টাকায় নিতে পারবেন । এবং পরবর্তীতে মাস থেকে শুধু হোস্টিং রিনিউ ফি ৩০০ টাকা চার্জ হবে । অথবা আপনারা বাস্যরিক প্যাকেজ ও নিতে পারবেন এই প্রমো কোডের মাধ্যমে ।
Promo Code কি ?
Promo Code : BengaliBlog.Xyz ( কপি করে নিন )
উপরের প্রমো কোডটি ব্যবহার করলে ২৯৯ টাকা ডিসকাউন্ট পাবেন । এই কোড টি কোথায় ব্যবহার করবেন তা নিচের টিউটোরিয়াল এ দেখাবো । দেখানো সিস্টেম এ শুধু প্রমো কোডটি কাজ করবে । অন্য কোনো প্যাকেজ এ কাজ করবে না ।
কিভাবে ডোমেইন হোস্টিং অর্ডার করবো এবং পেমেন্ট করবো ?
আসুন এবার দেখি কিভাবে ডোমেইন হোস্টিং অর্ডার করবেন । তো প্রথমে নিচের লিংকে ক্লিক করুন ।
Link : BuyHostBD.com
এখন উপরে দেখানো 3 Dot Menu তে ক্লিক করুন ।
এবার Web Hosting এ ক্লিক করুন ।
এখন নিচে এসে Pro Ultimate Package টি তে আসুন ।
এখন Monthly Order এ ক্লিক করুন ।
এখন আপনার পছন্দের নাম দিয়ে .xyz সিলেক্ট করে চেক করুন ।
দেখুন এই নামে নেয়া যাবে । তাই available দেখাচ্ছে । ( আমি আপনাদের দেখানোর জন্য এরকম নাম দিলাম )
এবার নিচে এসে Continue এ ক্লিক করুন ।
উপরের মত মার্ক করুন । নিচে আসুন ।
এখন Continue লেখাতে ক্লিক করুন ।
এই তিন টা আইটেম থাকবে শুধু । বেশী থাকলে সেগুলো রিমুভ করে দিন ।
আমাদের টোটাল ৪৯৯ টাকা । এখন উপরের মত Promo Code দিয়ে Validate Code লেখাতে ক্লিক করুন ।
দেখুন প্রমো কোডের ফলে আপনি ২৯৯ টাকা ড
ছাড় পেয়েছেন । এবার নিচে আসুন ।
এখন আমাদের রেজিস্ট্রেশন করতে হবে । এই পেইজে মত তথ্য চাইবে সকল কিছু সঠিকভাবে দিন । নিচে আসুন ।
এখন আপনার পেমেন্ট মেথড রকেট বা বিকাল দিন ।
এখন Complete Order এ ক্লিক করুন । সবকিছু ঠিকঠাক থাকলে নিচের মত আসবে ।
কিভাবে পেমেন্ট করবেন , কোন নাম্বার এ করবেন , আপনার রেফারেল নাম্বার সহ পেমেন্ট করার নিয়ম বলে দেয়া হয়েছে । উক্ত নিয়মে পেমেন্ট করে আবার এই পেজ এ ফিরে আসুন ।
এখন আপনি যে নাম্বার হতে টাকা পাঠিয়েছেন সেই নাম্বার টি প্রথম বক্সে লিখুন এবং পেমেন্ট করার পর বিকাশের কনফার্ম মেসেজ এ আপনাকে TrxID দিবে ওইটা কপি করে ২য় বক্সে দিয়ে Submit করুন ।
ব্যাস হয়ে গেল অর্ডার । এখন ৩০ মিনিটের মধ্যে আপনার ডোমেইন হোস্টিং প্যাকেজ চালু হয়ে যাবে এবং আপনি আপনার কাজ শুরু করতে পারবেন ।
তো বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে । আজ আর লিখছি না । কোনো প্রশ্ন থাকলে তা করতে পারেন । আর যদি এই আর্টিকেল টি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে তাদেরও পড়ার সুযোগ করে দিবেন ।