সালামু লাকু

 কে ছে বা? 
 আশা করি সবাই ভালোই আছেন
…………………….…………..…….…………………. …………..…..…..…………………….…………..…….…………………….………..…..…..
 প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি পোস্ট
নিয়ে হাঁজির হয়েছি। আমি রেগুলার ট্রিকবিডি তে পোস্ট
পাবলিশ করি, এবং ভবিষ্যতেও করবো। কিন্তু একটা কথা হলো
আপনার যদি পোস্ট টি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে
থাকবেন অথবা কোনো মন্তব্য বা পরমর্শের জন্য কমেন করে
জানাতে পাবেন। ……….………..…………….……………….……………… …….……….…………………………..………………………………………….……. ………………………………..………………..………………….……….…..
যাই হোক আজকের পোস্টের মূল বিষয় হলোঃ কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন।
তো চলুন বিস্তারিত পোস্টে চলে
যায়।
বিস্তারিত পোস্টঃ 

বিস্তারিত পোস্টঃ

আগেই বলে রাখি, wordpress -এর সাথে ব্লগার ব্লগপোস্ট-এর
মেন ডিফারেন্স টা কিন্তু এখান থেকেই চালু হলো। ব্লগার ব্লগস্পট ইনস্টল করতে হয় না খালি রেজিস্ট্রেশন করলেই হয় কিন্তু wordpress -এর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা তোমার নিজস্য ডোমেইন করতে সাহায্য করবে।সব থেকে জনপ্রিয় ওয়েব হোস্টিং এপ্লিকেশন বা বলতে পারো খুব সহজে ওয়েব সাইট তৈরি করার এপ্লিকেশন।
এবার প্রসেস টা বলা যাক :-
বেসিক স্টেপ বা পি-রিকুইসিস্ট মানে wordpress ইনস্টল করার
আগে এগুলো তোমাকে করে নিতে হবে. 
  • ১ ) একটা ডোমেইন (উদাহরণ https://www.trickbd.com) তোমাকে কিনতে হবে, মানে তোমার সাইট এর নাম তা তোমাকে কিনতে হবে………
  • ২ ) ওয়েব সাইট হোস্টিং করার জন্ন্য একটা হোস্টিং স্পেস কিনতে হবে। যেখান থেকে ডোমেইন নাম তা কিনছ সেখান থেকেও নিতে পারো অথবা অন্য কোনো হোস্টিং স্পেস প্রোভাইডার -এর কাছ থেকেও কিনতে পারো। দুটো যদি আলাদা জায়গা থেকে কেন তাহলে তোমাকে একটা স্টেপ বেসি করতে হবে মানে ওয়েব এড্রেস টা কে হোস্টিং প্রোভাইডার চেনানোর জন্ন্য একটা DNS এন্ট্রি করতে হবে। হোস্টিং হলো তোমার ফাইল রাখার জায়গা। 
অপরের জিনিস গুলো করে নেওয়া পর তুমি ইনস্টলেশন চালু করতে পারবে

  • ২) এটা জিপ ফরমেট -এ থাকবে, ওই জিপ ফরমেট অবস্থাতেই তোমাকে আপলোড করতে হবে তোমার হোস্টিং সার্ভার-এ
  • ৩) তারপর wordpress জিপ ফাইল টা extract করতে হবে হোস্টিং সার্ভার-এর মধ্যে
  • ৪) একটা Database এবং ইউসার তৈরি করতে হবে MySQL, যেটা তুমি পাবে হোস্টিং কন্ট্রোল প্যানেল -এর আন্ডার এ
  • ৫) Database ইউসার কে ফুল priviledge বা পারমিসন দিতে হবে ডাটাবেস-এর ওপর
  • ৬) এরপর তুমি wordpress.zip যেখানে এক্সট্র্যাক্ট করেছ সেখান থেকে wp-config-sample.php টা খুঁজে বার করে সেটা কে রিনেম কর wp-config.php
  • ৭) তারপর wp-config.php ফাইল টাকে টেক্সট এডিটর দিয়ে ওপেন কর
  • ৮) যে Database আর ইউসার টা তৈরি করেছ, সেটা এখানে আপডেট করে দাও DB_NAME এ ডাটাবেস নাম টা দাও , DB_USER -এ ইউসার নাম টা দাও আর আপডেট করেতে হবে ইউসার পাসওয়ার্ড DB_PASSWORD -এ গিয়ে
  • ৯) wp-config.php ফাইল টাকে এবার সেভ করে নাও
  • ১০) এবার ইন্টারনেট এক্সপ্লোরার বা মজিলা খুলে এড্রেস বার- এ তোমার ওয়েবসাইট-এর এড্রেস টার সাথে wp-admin/install.php কথা টা লিখে এন্টার মারো(উদাহরণ https://trickbd.com/wp-admin/install.php)
  • ১১) ক্লিক অন রান দা ইনস্টল
  • ১২) ব্লগ-এর টাইটেল টা দাও, তার সাথে তোমার মেইল এড্রেস তাও দিতে হবে, যেটা পরে পাসওয়ার্ড রিকভারির কাজে আসে, এ ছাড়াও ব্লগ পোস্ট ..ও অনন্যা জিনেসের কাজে লাগবে
  • ১৩) এলাও মাই ব্লগ টু অপিয়ার সার্চ ইঞ্জিন অপসন তা কে টিক মার্ক করো
  • ১৪) আর সেরকম কিছু করার নেই,ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে ইউসার নাম আর পাসওয়ার্ড পেয়ে যাবে যেটা তুমি পরে পরিবর্তন করতে পারো। যে ইউসার নাম আর পাসওয়ার্ড তা পাবে সেটা দিয়ে তুমি তোমার ব্লগ এ ঢুকে পোস্ট করতে পারো এ ছাড়া সেটিং ও চেঞ্জ করতে বাড়বে। এক কথায় বলতে গেলে এটাই এডমিন ID আর Password.
……..….………….…….…………………….…… …………..…….……………….…………………..…… .………………..…...……….………….…………………. ……………..…….…………………….………..…..…..

তো আজ এই পর্যন্তই। আজকের পোস্টটি এখানেই শেষ করছি। এই পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পোস্ট টি সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ট্রিকবিডির কমেন্ট সেকশনে জানাবেন। এবং পোস্টটি তে লাইক দিতে ভুলবেন না। সবার সুসাস্থ্য কামনা করে আজকে এখানেই পোস্ট টি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

ন্যবা



4 thoughts on "বাংলাতে WordPress ইন্সটল প্রসেস। [বিস্তারিত পোস্টে]"

  1. Softaclous dea to direct kora jai.
  2. Ashim Contributor says:
    Vai, can I contact you via Facebook/whatsapp?
  3. Ashim Contributor says:
    Onk shundor post

Leave a Reply