Site icon Trickbd.com

আপনার WordPress সাইটে Copy Past বন্ধ করে ফেলুন, কেউ আর আপনার সাইট থেকে কোন কন্টেন্ট/লেখা Copy করতে পারবে না।

Unnamed

আসসালামু ওয়ালাইকুম।
আশা করি আল্লাহ্‌ সকলকে ভালো রেখেছেন।


আজকের পোষ্ট এ আপনাদের দেখাবো কিভাবে আপনার WordPress সাইট থেকে যে কোন কন্টেন্ট/পোষ্ট/লেখা Copy করা প্রতিরোধ করবেন।


কোন ব্যক্তি আপনার সাইট থেকে কোন কন্টেন্ট/লেখা Copy করতে পারবে না।


এর জন্য আপনার প্রয়োজন হবে WP Content Copy Protection & No Right Click নামের একটি Plugin

Download Link : এখানে ক্লিক করে WP Content Copy Protection & No Right Click Plugin ডাউনলোড করে ফেলুন

Click Here To Download WP Content Copy Protection & No Right Click Plugin


এখন আপনার সাইট থেকে Copy বন্ধ করতে Admin Account এ লগিন করার পর Plugin মেনুতে থাকা Add Plugin এ ক্লিক করুন।

এখন Upload Plugin এ ক্লিক করার পর Choose File এ ক্লিক করুন।

এখন আপনার স্টোরেজ থেকে WP Content Copy Protection & No Right Click zip ফাইল টি সেলেক্ট করে Install Now এ ক্লিক করুন।

এখন ২০/৩০ সেকেন্ড সময় লাগবে ফাইল টি Upload হতে।
File Upload কমপ্লিট হলে Active Plugin লিখাতে ক্লিক করুন।

এখন থেকে আর কেউ আপনার সাইটের কোন কন্টেন্ট কপি করতে পারবে না।

আশা করি পোষ্ট টি আপনার ভালো লেগেছে এবং Plugin টি আপনার উপকারে আসবে।

ধন্যবাদ।