Site icon Trickbd.com

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট এ মাল্টি-ল্যাংগুয়েজ সেট করবেন | How To Create multi language website in wordpress

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট এ মাল্টি-ল্যাংগুয়েজ সেট করবেন-How To Create multi language website in wordpress

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট এ মাল্টি-ল্যাংগুয়েজ সেট করবেন-How To Create multi language website in wordpress

আসসালামু ওয়ালাইকুম।

আশা করি সবাই ভালো আছেন। আজকের পোষ্টে দেখাবো

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট এ মাল্টি-ল্যাংগুয়েজ সেট করবেন | How To Create multi language website in wordpress

যার মাধ্যমে আপনার ওয়েবসাইটের ভিজিটর আপনার ওয়েবসাইটকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবে।তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি কাজে চলে যাওয়া যাক।

প্রথমে আমরা ড্যাশবোর্ড থেকে প্লাগিনের চলে যাব।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

______________________________________________________________________________________________________________________________________

 

আমি পোস্টে বিষয়টি যথাসম্ভব আলোচনা করার চেষ্টা করেছি এরপরে ও আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আপনি যদি এই বিষয়ে আরো ডিটেইলসে জানতে আগ্রহী হন সেক্ষেত্রে ভিডিও টি দেখতে পারেন।

আবেদনঃ

ভুল হলে ক্ষমা সুলভ আচরন আহব্বান রইলো সকলের নিকট। আর অবশ্যই ভুল গুলো শুধরে দেবার জন্য ফেসবুক পেজে জানাতে ভুলবেন না।সকলের নিকট সুন্দর রুচিশীল ভাষায় কমেন্ট আশা করছি।

এই টিউটোরিয়াল এর দ্বারা কেউ একটুও উপক্রিত হলে আমার কষ্ট সার্থক হবে।

পরিশেষে একটি কথা বলতে চাই _ আমি যতোটুকু যানি শুধু সেইটুকু আপনাদের মাঝে শেয়ার করছি যাতে এই টিউটোরিয়াল দ্বারা অন্যকে কিছু শেখাতে পারি এবং আমার ভুল গুলো ধরা পরে এবং আমি ও নতুন কিছু শিখতে পারি।

সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামি কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন ট্রিকবিডি এর সাথে।

আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ

ওয়েবসাইট

ইউটিউব চ্যানেল

 

ধন্যবাদ সকলকে।?