আজকের পোষ্টে আমরা জানবো ডোমেইন কি? হোস্টিং কি? কিভাবে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ডোমেইন – হোস্টিং কিনতে পারেন এবং ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়।
আনলিমিটেড ক্লাউড হোস্টিং ৫০০ টাকায় পেমেন্ট (নগদে বা বিকাশে) এবং ওয়াডপ্রেস ইনস্টলেশন প্রক্রিয়া।
ডোমেইন কি?
সহজ কথায়, ডোমেন হচ্ছে একটি ওয়েবসাইটের ইউনিক নাম।এই নামটি ব্যবহার করে সকল ইন্টারনেট ব্যবহারকারী আপনার ওয়েবসাইটটি দেখতে পারবে। যেমন trickbd.com এটি trickbd এর ডোমেইন নেম এবং .com হলো এক্সটেনশন তাই নামটি ব্যবহার করে আমরা খুব সহজেই ট্রিকবিডি ওয়েবসাইটে ভিজিট করতে পারি।
হোস্টিং কি?
হোস্টিং হলো একটি ওয়েব সার্ভার যেখানে আপনার ওয়েবসাইটের সমস্ত তথ্য রাখা হয়।অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভিডিও, অডিও, ইমেজ এবং কনটেন্ট রাখার জন্য একটি জায়গার প্রয়োজন হয় আর এই জায়গাকেই হোস্টিং বলা হয়।
হোস্টিং এর কয়েকটি প্রকারভেদ রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হোস্টিং এর নাম গুলো নিচে দেওয়া হল।
শেয়ারড হোস্টিং ( Shared Hosting )
শেয়ার্ড হোস্টিং এ একটি ওয়েব সার্ভারে অনেকগুলো ওয়েবসাইট কানেক্ট থাকে। এখানে হোস্টিং প্রোভাইডার একি র্যাম, হার্ডডিক্স, সিপিইউ থেকে একের অধিক ইউজারকে তার ওয়েবসাইট হোষ্ট করার জন্য প্যাকেজ আকারে জায়গা দিয়ে থাকে।
ভিপিএস হোস্টিং ( VPS = Virtual Private Server )
VPS হোস্টিং হল এক ধরনের ওয়েব হোস্টিং যা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ব্যবহার করে। যেটা শেয়ার করা ওয়েব হোস্টিংয়ের চেয়ে আরও শক্তিশালী এবং সুরক্ষা প্রদান করে এবং সিকিউরিটি সুরক্ষা সহ একটি ডেডিকেটেড সার্ভারের সমস্ত ফিচার দিয়ে থাকে।
ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (ভিপিএস) একটি ফিজিক্যাল সার্ভারকে একাধিক ভার্চুয়াল সার্ভারে ভাগ করে তৈরি করা হয়। প্রতিটি ভার্চুয়াল সার্ভারের নিজস্ব অপারেটিং সিস্টেম, মেমোরি ও প্রসেসিং সিষ্টেম রয়েছে, যা অন্যান্য সার্ভার থেকে অনেক বেশি সিকিউরিটি , স্পীড প্রদান করে।
ক্লাউড হোস্টিং ( Cloud Hosting )
ক্লাউড হোস্টিং মূলত ক্লাউড রিসোর্স ব্যবহার করে অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেসযোগ্য করে তোলে। অন্যান্য হোষ্টিং গুলোর মতো এই ক্লাউড সার্ভারের রিসোর্সগুলো একটি সার্ভারে হোষ্ট করা থাকে না, একাধিক সংযুক্ত ভার্চুয়াল এবং ফিজিক্যাল ক্লাউড সার্ভারগুলি একটি নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট হোস্ট করে, সেক্ষেত্রে ফাইলস ডিলিট নিয়েও কোনো ঝামেলা হয় না, এক সার্ভারে ডিলিট হয়ে গেলেও অন্য সার্ভারে তা থেকেই যায় এবং ওয়েবসাইট স্পিড সাধারণ হোষ্টিং এর তুলনায় অনেক বেশি হয়ে থাকে। ক্লাউড হোস্টিং পরিষেবাগুলি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে কারণ তারা ঐতিহ্যবাহী হোস্টিং পরিষেবাগুলির তুলনায় অনেকগুলি সুবিধা অফার করে৷
বর্তমানে অনেক ভালো ভালো ডোমেন হোষ্টিং কোম্পানি রয়েছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল কম্পানি গুলো অনেক ভালো সাপোর্ট এবং সুযোগ সুবিধা দিয়ে থাকে, কিন্তু প্রবলেম হলো আমরা যখন বাংলাদেশ থেকে এসব কোম্পানির মাধ্যমে ডোমেইন হোস্টিং কিনতে চাই তখন আমাদের পেপাল, মাস্টার কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয়। তাই আমাদের অনেকেরই মাস্টার কার্ড না থাকার কারণে এসব ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারি না। তবে আজকে এমন একটি ইন্টারন্যাশনাল হোস্টিং কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেবো। যেখান থেকে অফারে স্বল্প মূল্যে আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারবেন এবং বিকাশ নগদ রকেট এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
আপনি চাইলে ওয়েব সাইট টি ভিজিট করতে পারেন; এবং আপনার পছন্দের হোস্টিং প্যাকেজ খুব স্বল্প মূল্যে কিনে নিতে পারেন। লিংক নিচে দেওয়া হয়েছে।
বর্তমানে এই ওয়েবসাইটে একটি অফার চলছে যেখানে আপনি মাত্র $4.99 বা ৫০০ টাকায় ক্লাউড হোস্টিং (Business SSD Cloud Hosting Package) এক বছরের জন্য নিতে পারেন।
এই অফারটিতে আপনি যে ফিচারস গুলো পাচ্ছেনঃ
✔ Host Unlimited Website
✔ Unlimited Cloud Storage
✔ Unlimited Bandwidth
✔ Free CDN
✔ Unlimited Subdomains
✔ Unlimited Email Accounts
✔ Unlimited Databases
✔ SSH Access
✔ WordPress Optimized
✔ FREE Wildcard SSL certificates
✔ Web Application Firewall
✔ Anti Virus & Spam Protection
✔ Malware Scanning
✔ 80+ 1-Click Install Apps
✔ 100% Samsung SSD Storage
✔ PCI-DSS Compliant Hosting
✔ USA Data center
এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে প্যাকেজটির রিনিউয়াল প্রাইস মাত্র ১৫০০ টাকা এবং যদি অফার ছাড়া প্যাকেজটির রিনিউয়াল প্রাইস ৬ থেকে ৭ হাজার টাকা। সবদিক বিবেচনা করেই এই অফারটি তুলে ধরা কারণ এরকম অফার খুব কমই পাওয়া যায়।
অফার প্যাকেজটি কেনার জন্য এখানে ক্লিক করুন। ( বি দ্র: এটি কিন্তু কোন এফিলিয়েট লিংক নয় )
এরপর এখান থেকে BUY NOW এ ক্লিক করতে হবে.
আমি এখান থেকে একটি ডোমেইন নেম সহ কিনতে চাচ্ছি এজন্য রেজিস্টার নিউ ডোমেইন এই অপশনটি সিলেক্ট করছি।
নোটঃ আপনার যদি অলরেডি ডোমেন থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ( I WILL USE MY EXISTING DOMAIN ) অপশন সিলেক্ট করবেন।
আমি এখানে আমার ডোমেইনের নেম এবং এক্সটেনশন দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে চেক এ ক্লিক করেছি।
দেখতে পাচ্ছেন এখানে ডোমেইনটি কিন্তু এভেলেবেল রয়েছে। আমি এখান থেকে ( ADD TO CARD ) এ ক্লিক করছি।
এখান থেকে ( CONTINUE ) ক্লিক করব।
এখান থেকে ( CHECK OUT ) এ ক্লিক করতে হবে।
এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি ফিলাপ করে নিতে হবে।
এরপর একটু নিচের দিকে স্ক্রল করে এখান থেকে SHURJOPAY ( BD ) এই অপশনটি সিলেক্ট করে দেবো এবং ( CHECK OUT ) এ ক্লিক করব।
এখান থেকে ( M-WALLET ) সিলেক্ট করে দেবো।
এখান থেকে নগদ, বিকাশ, রকেট বা অন্য একটি মাধ্যম সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিচ্ছি।
এখান থেকে আপনি আপনার বিকাশ নাম্বার, টাকার এমাউন্ট এবং পিন নাম্বার দিয়ে পেমেন্ট করে দিতে পারেন। এখানে কিন্তু আমি ডোমেইনসহ সিলেক্ট করেছি এজন্য আমার টাকার অ্যামাউন্ট ও বেশি দেখাচ্ছে। আপনি শুধু হোস্টিং সিলেক্ট করলে আপনার কিন্তু ৫০০ টাকার আশে পাশেই হবে।
পেমেন্ট করার পর কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেইলে একটি পেমেন্ট ইনভয়েস এবং আপনার হোস্টিং টি যে একটিভ হয়েছে তার একটি কনফার্মেশন মেইল চলে আসবে। মেইলটি ওপেন করে এই লিংকে ক্লিক করতে হবে।
এইখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
এরপর এখান থেকে ম্যানেজ এ ক্লিক করতে হবে।
তারপর এখান থেকে ( LOGIN TO CONTROL PANEL ) এ ক্লিক করতে হবে।
এখান থেকে ফরমটি ফিলাপ করে কমপ্লিট সেটআপ এ ক্লিক করতে হবে।
আমরা সিপ্যানেলে চলে এসেছি।
এখন ওয়ার্ডপ্রেস ইনষ্টলের জন্য আমাদের একটু নিচের দিকে স্ক্রল করতে হবে বা সার্চ করতে পারেন; এবং এখান থেকে ওয়াডপ্রেস এ ক্লিক করতে হবে।
এখান থেকে আপনার ডোমেইন সিলেক্ট করে ইনস্টল ওয়াডপ্রেস এ ক্লিক করতে হবে।
দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ইন্সটল শুরু হয়ে গেছে।
এখান থেকে প্রথম লিংক অর্থাৎ আপনার ডোমেইন এ ক্লিক করতে হবে।
এখান থেকে ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ তে ক্লিক করতে হবে।
এখান থেকে সাইট টাইটেল, ইউজারনেম, পাসওয়ার্ড এবং ইমেইল এড্রেস দিয়ে ইনস্টল ওয়াডপ্রেস এ ক্লিক করতে হবে।
এখান থেকে লগ-ইন এ ক্লিক করুন।
এখানে ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করতে হবে।
কাজ শেষ দেখতে পাচ্ছেন ওয়াডপ্রেস কিন্তু ইন্সটল হয়ে গেছে।
আবেদনঃ
ভুল হলে ক্ষমা সুলভ আচরন আহব্বান রইলো সকলের নিকট। আর অবশ্যই ভুল গুলো শুধরে দেবার জন্য ফেসবুক পেজে জানাতে ভুলবেন না।সকলের নিকট সুন্দর রুচিশীল ভাষায় কমেন্ট আশা করছি।
এই টিউটোরিয়াল এর দ্বারা কেউ একটুও উপক্রিত হলে আমার কষ্ট সার্থক হবে।
পরিশেষে একটি কথা বলতে চাই আমি যতোটুকু যানি শুধু সেইটুকু আপনাদের মাঝে শেয়ার করছি যাতে এই টিউটোরিয়াল দ্বারা অন্যকে কিছু শেখাতে পারি এবং আমার ভুল গুলো ধরা পরে এবং আমি ও নতুন কিছু শিখতে পারি।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামি কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন ট্রিকবিডি এর সাথে।
আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ
ধন্যবাদ সকলকে।