Site icon Trickbd.com

নিয়ে নিন $99/Year মূল্যের Elementor Pro Plug-In ফ্রিতেই

Howdy Everyone,

প্লাগিংস হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের এমন একটি টুলস যা কিছু নির্দিষ্ট ফাংশনাল কমান্ড ব্যবহার করে ইউজার এর কাজের চাহিদা পূরণ করে থাকে।আর ওয়ার্ডপ্রেস এর সফলতার এবং জনপ্রিয়তার জন্য প্লাগিংস এর অবদান সবচেয়ে বেশি। প্লাগিংস দিয়ে আপনি চাইলেই আপনার সাইটের কাঠামোকেই নিয়ন্ত্রন করে নিতে পারেন। আপনি চাইলে প্লাগিংস দিয়ে আপনার সাইটের লিখা/পোস্টগুলোকে নিয়ন্ত্রন করতে পারেন। এককথায় আপনি যেমনটা চাইবেন সেই ধরনের অসংখ্য প্লাগিংস ওয়ার্ডপ্রেসের প্লাগিংস ডিরেক্টরিতে খুঁজে পাবেন। ওয়ার্ডপ্রেস থীমের মতো প্লাগিংসও অনেকগুলো ফাইল ব্যবহার করে তৈরী করা হয়।ওয়ার্ডপ্রেস সাইটের জন্য আপনি প্লাগিংসও দুই ভাবে ইন্সটল করতে পারেন। সরাসরি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড (Pluging) থেকে এবং এফটিপি সফটওয়্যার দিয়ে সার্ভারে আপলোড করে। ওয়ার্ডপ্রেসকে কে এমন ভাবে বানানো হয়ছে যাতে করে অন্য যেকেউ চাইলেই তার নিজের কোড এতে যুক্ত করতে পারবে।ওয়ার্ডপ্রেস প্লাগিন API এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস এর ফাংশনকে মডিফাই করা সম্ভব।ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের ওয়ার্ডপ্রেস ডাটাবেজ ব্যবহারের সুযোগ দেওয়া হয়।। আপনার ইন্সটল করা প্রতিটি প্লাগিন ওয়ার্ডপ্রেস ডাটাবেজে অর্ন্তভুক্ত করা আছে। আপনি চাইলে আপনার ইচ্ছামত প্লাগিন গুলো একটিভ এবং ডিএকটিভ করতে পারেন।

আজকে মূলত Elememtor Pro plug-In Premium Fileটি Share করব। এর Feature’s ও বিস্তারিত নিচে আলোচনা করা হল।

 

 

Elementor Pro কী?

এটি একটি WordPress Plug-In যার সাহায্যে আপনি Website Build + host করতে পারবেন শুধুমাত্র Drag & Drop feature’s এর মাধ্যমে। WordPress এ Build করা অনেক বড় বড় Website Design এ Elementer Pro use করা হয়।

 

Elementor Pro Subscription Cost

WordPress এ এটির Free Version Enable থাকলেও Premium Feature’s এর জন্য  আপনাকে 99$ অঙ্কের টাকা গুনতে হবে এর জন্য। বিস্তারিত জানতে Visit: Official Site

 

 

 

Elementor Pro এর Feature’s সমূহ:

আরও অন্যান্য Features জানতে Visit: Official Site

 

 

Download Elementor Pro (99$) Free

Elementor Pro এর মোট 40+ Widget রয়েছে

বিস্তারিত: Official Site

 

 

যেভাবে Install করবেন

 

Conclusion

এই Post এ দেয়া Elementor pro এর Version হল 3.4.1। যদি এই Plug-In Update Option পান তবে Update করবেন না কারণ New Version এর License File আপনার কাছে নেই