Site icon Trickbd.com

Rank Math Pro v3.0.30 + Free v1.0.108 Plugin ডাউনলোড করে নিন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য

ব্লগার দিয়ে ব্লগিং শুরু করার পর দেখা যায় কিছু লিমিটেশন থেকেই যায়।যেমন : সঠিক ভাবে এসইও করা যায় না,কোনো ধরনের প্লাগিন ইনস্টল করা যায় , ব্লগের সম্পূর্ণ অ্যাকসেস আমাদের কাছে থাকে না।অর্থাৎ,কোনো ধরনের নীতিমালা ভঙ্গ করলে তৎক্ষণাৎ ব্যান করে দেয়।তাই ব্লগার দিয়ে সতর্ক ভাবে ব্লগিং করা উচিত।কিন্তু ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে এমন কোনো ধরণের লিমিটেশন নেই।আমরা সব ধরণের কাজ প্লাগিন দিয়েই করতে পারি।এর মাঝে কিন্ত এসইও ও বিদ্যমান।অবাক হচ্ছেন?

আমরা চাইলে প্লাগিন এর সাহায্যে আমাদের ওয়েবসাইট গুগলে র‍্যাঙ্ক করার জন্যও এসইও ফ্রেন্ডলি করে ফেলতে পারি।এজন্য অনেক প্লাগিন পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেস এ প্লাগিন অপশনে যাওয়ার পর। অনেক প্লাগিন রয়েছে, যেগুলো প্রিমিয়াম। এমন প্লাগিন কিন্তু বিগিনার দের পক্ষে কেনা সম্ভব না। কারণ প্লাগিন গুলোর প্রাইস অনেক বেশি। তাই অনেকেই নাল বা ক্র্যাক ব্যবহার করে থাকে, যেটি বিপদজনক।

আপনি কি ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং করছেন? তাহলে তো Rank Math প্লাগিন এর নাম অবশ্যই শুনেছেন। এটি হলো একটি এসইও প্লাগিন। যেটি দিয়ে আপনি আপনার ওয়েবসাইট সার্চ ইঙ্গিন অপটিমাইজ করে ফেলতে পারবেন। অনেকেই Yoast SEO Plugin ব্যবহার করে থাকে, কিন্ত এখন Rank Math এর ব্যবহারকারীর সংখ্যা একটু বেশি বলা যায়। কারণ, Yoast SEO Plugin এর থেকে Rank Math অনেক এডভান্স। এই প্লাগিন এর ভিতর আপনার ওয়েবসাইট এবং আপনার কন্টেন্ট অন পেজ এসইও করার জন্য যা যা লাগে সব কিছুই পেয়ে যাবেন।

একটি আর্টিকেল লেখার সময় এই প্লাগিনটি আপনাকে সাজেশন দিবে কি কি করলে আপনার কন্টেন্ট এর অন পেজ এসইও স্কোর আরও বেশি করতে পারবেন। প্লাগিনটির ভিতরে একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করতে যা যা লাগে সব পাবেন। যেমন ঃ সাইটম্যাপ , ৪০৪ মনিটর , ইমেজ এসইও , ইনস্ট্যান্ট ইনডেক্সিং , ওয়েব স্টোরি ইত্যাদি। নিচে সবগুল ফিচার দিয়ে দিলাম।

Rank Math Pro Features

Rank Math Pro GPL

উপরে উল্লিখিত সবগুল ফিচার পেয়ে যাবেন এই প্লাগিনটিতে। আজকে এই প্লাগিনটির GPL ভার্সন শেয়ার করবো আমি। এটি কোনো ক্র্যাক/নাল প্লাগিন না। তাছাড়া আপনি চাইলে প্লাগিনটি ভাইরাসটোটাল দিয়ে স্ক্যান করে নিতে পারেন। এই প্লাগিনটির GPL ভার্সন ব্যবহার করলে আপনার ওয়েবসাইট এবং কন্টেন্ট র‍্যাঙ্ক করার চান্স বেড়ে যাবে পূর্বের তুলনায়।

GPL সম্পর্কে না জেনে থাকলে এখানে ক্লিক করে উইকিপিডিয়া থেকে GPL সম্পর্কে পড়তে পারেন। GPL  লাইসেন্স সহ কোন থিম বা প্লাগিন ব্যবহার করলে আপনাকে কপিরাইট সম্পর্কিত কোনো সমস্যায় পড়তে হবে না এবং ক্র্যাক বা নাল থিম/প্লাগিন ব্যবহার করলে যে ঝুঁকি থাকে তা এরিয়ে চলতে পারবেন।

Rank Math Pro GPL Download

আপনি যদি Rank Math Pro GPL ডাউনলোড করতে চান তবে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর প্লাগিনটি আপনার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড এ গিয়ে প্লাগিন অপশনে গিয়ে অ্যাড প্লাগিন এ গিয়ে আপলোড করে একটিভেট করে দিবেন। তাহলে আপনি আজ থেকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে Rank Math Pro প্লাগিন ব্যবহার করতে পারবেন।

টেক রিলেটেড পোস্ট পেতে ভিজিট করুন TunerBN.com 

উপসংহার

এই পোস্টের ভিতর আমি আপনাদের সাথে Rank Math Pro প্লাগিন এর GPL ভার্সন শেয়ার করেছি। যদি কোনো প্রশ্ন থাকে তবে মন্তব্য করবেন। এমন আরও প্রিমিয়াম ব্লগার/ওয়ার্ডপ্রেস প্লাগিন এবং থিম লাগলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।সব ধরণের প্রিমিয়াম রিসোর্স পেয়ে যাবেন উক্ত চ্যানেলে। আজকের মত এতটুকুই। আল্লাহ হাফেয।