এক অ্যাপেই চলবে আনলিমিটেড Ads মুক্ত Youtube Vanced [New App]
আসসালামু আলাইকুম। ট্রিকবিডির ভিজিটরা কেমন আছেন সবাই? আশাকরি সবাই আল্লাহর রহমতে এই রমজান মাসে ভালোই আছেন। অনেক পর আপনাদের মাজে ফিরে এলাম নতুন একটি চমক নিয়ে।ইউটিউব প্রিমিয়ার সাবস্ক্রিপশন কিনতে টাকার প্রয়োজন। যা সবার পক্ষে ক্রয় করা সম্ভব নয়। কিন্তু অনেক অ্যাপ ডেভেলপার ভাইরা আমাদের জন্য তাদের কষ্ট করে শ্রম দিয়ে ফ্রীতেই YouTube Vanced এড ছাড়াই প্রিমিয়াম দেখার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদের সাহায্য করার জন্য।
অনেকেই হয়তো YouTube Revanced ব্যবহার করেন। যেটা ব্যবহার করতে অনেক সমস্যা দেখা দেয় মাজে মধ্যে। এবং তার জন্য বড় বড় ২ অ্যাপ প্রয়োজন হতো। যা প্রায় ১০০ বা ১৫০+ এমবি ২টি এপ মিলে। যা আমাদের মোবাইলে রেম খরচ হতো বেশি। কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো Youtube Vanced যা একটি অ্যাপের মধ্যেই সবকিছুর সুবিধা রয়েছে। প্রয়োজন নেই কোন MicroG থার্ড অ্যাপের।
YouTube Vanced Official এর ফিচার গুলো
এক অ্যাপেই মধ্যেই সবকিছু। Original Youtube এর মতো ফিচার।
১. জিমেই লগইন করার সুযোগ।
২. Pop Up আকারে Video দেখার সুযোগ ।
৩. Background Audio শুনার সুযোগ।
৪. Spotify এর মতো Timer Set করতে পারবেন। যতোটুকু টাইম দিবেন। ততটুক চলেই অটো বন্ধ হবে। এটা বিশেষ করে রাত্রি বেলায় কাজে দেয়।
৫. ছোট একটি ১৭ এমবির ফাইল। যা আমাদের রেম বাচাবে অনেকটাই।
আরো অনেক ফিচার আছে এটার মধ্যে আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন।
YouTube Vanced Official Download Link
https://www.vanced-official.com/ অবশ্যই সবাই এই তাদের অফিসিয়াল সাইট থেকেই অ্যাপটি ডাউনলোড করবেন।
নিচে স্ক্রিনশট দেখুন যারা না বুঝেন তাদের জন্য।
দেখুন একটি ১৭ এমবির অ্যাপের মধ্যেই সবকিছুর ফিচার। উপভোগ করুন আনলিমিটেড এডস ফ্রি ইউটিউব🥰🫰
এখন Video Playing Time সেট করার নতুন বিষয় দেখিয়ে দেই যারা বুঝেন না তাদের জন্য। নিচের স্ক্রিনশট দেখুন।
একটি বিডিও প্লে করে ৩ ডট ক্লিক করে দেখুন এমন একটি পেইজ আসছে। তারপরে
যতোখন আপনি বিডিও দেখতে চান অথবা অডিও চালাতে চান। সেটা এখান মনমতো সেট করে দিন। যারা আগে Spotify ব্যবহার করেছেন তারা হয়তো এটি সম্পর্কে ভালো করেই জানেন। তো উপভোগ করুন ছোট সাইজের Youtube Vanced Official অ্যাপের নতুনত্ব ফিচার গুলো।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। মুসলিম হলে অবশ্যই রমজানের ফরজ রোজা এবং জামাতের সাথে নামাজ আদায় করার চেস্টা করুন।
যেকোনো প্রয়োজনে কমেন্ট করুন। অথবা আমার Facebook Page এ যোগাযোগ করুন। ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ।