আসসালামু আলাইকুম ট্রিকবিডিবাসি।?
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্র রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
Youtube চ্যানেল কম-বেশি সবারিই আছে। আবার অনেকেই চ্যানেল খুলতে চাচ্ছেন।কিন্তু কিভাবে খুলতে হয় ‘তা জানেননা।
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন?
এই বিষয়ে পোস্ট করতে যাচ্ছিলাম ‘ But ট্রিকবিডি ঘাটাঘাটি করে দেখলাম’ এক ভাই খুব সুন্দর ভাবে এই বিষয়ে একটি পোস্ট করেছে। তাই আর করিনি। আপনি চাইলে তার পোস্ট দেখে ইউটিউব চ্যানেল খুলতে পারেন।
–
যাইহোক’ অনেক কথাই বলে ফেললাম।এখন আসি কাজের কথায়। কি করে ইউটিউব ভিডিওতে Branding Watermark এড করবেন!
তার আগে জেনে নেয়া যাক↓
Branding Watermark কি
Branding Watermark হচ্ছে’ আপনার আপলোড করা ভিডিওতে আপনার চ্যানেল এর লগো অথবা Subscribe Icon Show করবে। বিস্তারিত বলতে গেলে’ ধরুন আপনি একটি ভিডিও আপলোড দিলেন এরপর যখনইই ভিউয়ার রা আপনার ভিডিওটি দেখবে তখন তারা আপনার ভিডিও এর নিচে আপনার চ্যানেল এর লোগো অথবা আপনার দেয়া subscribe Icon দেখতে পাবে। তবুও না বুঝলে নিচের ইমেজটা দেখুন↓

প্রথমে আপনি আপনার মোবাইল থেকে Google chrome ব্রাউজার এ যান। ব্রাউজারে যাওয়ার পর লক্ষ্য করুন উপরের কোনায় ৩টি ডট দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। আপনি সেখান থেকে Request Desktop Site Mark করে দিন’
এবার আপনি আপনার চ্যানেল লোগো দেখতে পাবেন একেবারে উপরের কোনায়’! সেই লোগোতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন my channel নামে একটা অপশন এসেছে। এবার my channel এ ক্লিক করুন↓
My channel এ ক্লিক করার পর’ নতুন একটি পেজ পাবেন” সেখানে creator Studio নামে একটি অপশন পাবেন। সেই অপশনে ক্লিক করুন’! ক্লিক করার পর দেখুন চ্যানেল নামে একটি অপশন এসেছে বাম পাশে”
Channel এ ক্লিক করে নিচ থেকে Branding সিলেক্ট করুন↓
Branding এ Click করার পর দেখুন Add Watermark নামে একটি অপশন এসেছে।এবার আপনি Add Watermark এ ক্লিক করুন↓
একেবারে শেষের দিকে এসে পড়েছি’☺ এবার আপনি আপনার চ্যানেল এর লগো আপলোড দিন! অথবা Subscribe Icon।এছাড়াও আপনি চাইলে অন্য যে কোন ইমেজ দিতে পারেন।যেটা ভিডিও এর নিচে অটোমেটিক Show করবে↓
পরবর্তিতে আপনাদের সাথে নতুন আরেকটি টিউনে দেখা হবে।ততোক্ষণ ভালো থাকুন’ সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন