Site icon Trickbd.com

(সাপ্তাহিক) ইউটিউব ও এডসেন্সের সম্পর্কিত আপনাদের করা সকল প্রশ্ন উওর পর্ব -১

Unnamed

.

তুন একটি আমার মত করে সাপ্তাহিক ইউটিউব ও এডসেন্সের উপর প্রশ্ন উওর পর্ব চালু করলাম (ইনশাআল্লাহ) এটা ধারাবাহিক থাকবে।
.

তো চলুন শুরু করি। আমার চোখে পড়া কিছু ইউটিউব ও এডসেন্সের প্রশ্ন তুলে ধরলাম।

.
প্রশ্নঃ ঐ ভাই আমি তো নতুন ইউটিউব কি জানি না!

.
উত্তরঃ ট্রিকবিডিতে এই সম্পর্কে অনেক পোস্ট আছে। তবুও সংখেপে বলি।
.

ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং সার্ভিস যেখানে ব্যবহারকারীরা নিজের প্রোফাইল বানানো, ভিডিও আপলোড, ভিডিও দেখাসহ ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর নিজের আপলোড করা ভিডিওগুলিতে অ্যাডস্‌ (Ads) বসিয়ে ডলার ইনকাম করতে পারেন।

.


প্রশ্নঃ ইউটিউব হতে আয় টা করমু কিভাবে ?

.‍

উত্তরঃ ইউটিউব হতে ইনকাম হয় বিজ্ঞাপন (Ads) দেখানোর মাধ্যমে। ইউটিউবে ভিডিও আপলোড করে আপনার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাডসেন্স্‌ (Adsense) একাউন্ট যোগ করে দিলেই কাজ শেষ। আমরা পর্যায়ক্রমে এসব বিষয় নিয়ে ট্রিকবিডিতে আলোচনা করেছি।

.

প্রশ্নঃ ইউটিউব হতে কত টাকা আয় করা সম্ভব?

.
উত্তরঃ এটার কোন ধরাবাঁধা সংখ্যা নেই। আপনি ভালো কন্টেন্টের ভিডিও বানালে মানুষ আপনার ভিডিও বেশি দেখবে। আর বেশি বেশি ভিউ (View) মানে বেশি বেশি ডলার।

.
প্র: সাবস্ক্রাইবার (Subscriber) বাড়ানোর উপায় কি?

.
সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য প্রথম কথাটা হচ্ছে আপনার ভিডিওগুলো ভালো এবং দরকারী হতে হবে। তাহলে মানুষ আপনার চ্যানেলের প্রতি আগ্রহী হয়ে উঠবে।

.
প্র: ইউটিউব ভিডিও ভাইরাল করার কোন উপায় আছে?
.

উ: হুম আছে। ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করুন। যেমন এখন চলছে ঐ মরন ঘাতি গেমস ব্লু ওয়েল এটা নিয়ে ভিডিও বানালে ৮০% ভাইরাল হবে। কিছু দিন আগে চলেছে সাকিব অপুর কাহিনি। আরো আছে বড় ছেলে। ইত্যাদি ট্রেন্ডিং টপিক

.

প্রশ্ন : ১ হাজার ভিউ এ ইউটিউব কত টাকা দেয়?

.
উ: এটার কোন ধরা বাধানাই। এটা সম্পুর্ন এড দেখানো ও ক্লিকের উপর ডিপেন্ড করে আমার ওভিগ্গতা থেকে বললে প্রতি ১ হাজার ভিউ এ ২০০ বার এরমত এড সো করে।

.

আপনাদের কোন প্রশ্ন থাকলে এই পোস্ট অথবা আমাদের চেনেলে কমেন্ট করে জানাতে পারেন। শুধু মাএ ইউটিউব ও এডসেন্স সম্পর্কিত।
.

.

সৌজন্যেঃ ইউটিউব চেনেল

Subscribe করে নিন চ্যনেল টিকে নয় তো অনে কিছু মিস করবেন।