ট্রিকবিডির যারা ছোট খাটো ইউটুবার আছেন তাদের জন্য এই পোষ্ট টা খুবি উপকারে আসবে।
যারা নতুন চ্যানেল খুলে কিছু ভিডিও আপলড করেছেন কিন্তু ইউটুবে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার চ্যানেলার নাম লিখে সার্চ করলে আপনার চ্যানেলের কোন পাত্তাই পাওয়া যায় না, তাদের জন্য এই পো ষ্ট । এখানে আমি দেখাবো যে সার্চ ইঞ্জিনে কিভাবে আপনার চ্যানেলটাকে প্রথম পেইজে আনতে পারবেন।
প্রথমে আপনি আপনার চ্যানেল নাম লিখে ইউটিউব এ একটা সার্চ দিন। দেখুন প্রথমে আসে কিনা। আসলে ত ভালোই না আসলে কি করবেন।
মনে করুন, রানা ভাইয়ের চ্যানেলের নাম Android kings BD । আপনি ইউটুবে গিয়ে Android kings BD লিখে সার্চ করে দেখুন সবার উপরে আসবে। Android kings BD চ্যানেলের মত আপনার চ্যানেলতাকে আপনি সবার উপরে আনতে পারবেন। কীভাবে আনবেন সেটা আমি শিখাবো আপনাকে।
তাহলে চলুন লেগে পড়ি,
ভাইয়ের চ্যানেল প্রথমে আসার দুইটি কারণ।
২/ ভাইয়া উনার চ্যানেলের নাম চ্যানেল ডেস্ক্রিপশন এ খুব সুন্দর করে উল্লেখ করেছেন।
আসুন প্রথমে আমরা ১ নাম্বার ইউনিক নিয়ে আলোচনা করি।
চ্যানেল এবাউট এ আপনার নাম দেওয়া নিয়ে আলোচনাঃ-
- আপনার চ্যানেলে থাকা প্রতিটা ভিডিওর টেগ এবং ডিস্ক্রিপশন বক্সে আপনার চ্যানেলের নামটা হুবহু বসিয়ে দিবেন।
আমার লেখা পড়ে না বুজতে পারলে নিচের ভিডিওটা ফলো করতে পারেন। সেখানে সব ক্লেয়ারলি দেখানো হয়েছে।
আপনারা চাইলে এই ধরনের পোষ্ট আরো হবে ইনশাল্লাহ। কমেন্টসে মতামত জানাবেন
ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকের মত আল্লাহ হাফেয।