Site icon Trickbd.com

আপনার YouTube চ্যানেল কি সার্চ করে খুজে পাচ্ছেন না ? সবার পরে আসে ? নিয়ে নিন সমাধান।

ট্রিকবিডির যারা ছোট খাটো ইউটুবার আছেন তাদের জন্য এই পোষ্ট টা খুবি উপকারে আসবে।

যারা নতুন চ্যানেল খুলে কিছু ভিডিও আপলড করেছেন কিন্তু ইউটুবে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার চ্যানেলার নাম লিখে সার্চ করলে আপনার চ্যানেলের কোন পাত্তাই পাওয়া যায় না, তাদের জন্য এই পো ষ্ট । এখানে আমি দেখাবো যে সার্চ ইঞ্জিনে কিভাবে আপনার চ্যানেলটাকে প্রথম পেইজে আনতে পারবেন।

 

প্রথমে আপনি আপনার চ্যানেল নাম লিখে ইউটিউব এ একটা সার্চ দিন। দেখুন প্রথমে আসে কিনা। আসলে ত ভালোই না আসলে কি করবেন।

মনে করুন, রানা ভাইয়ের চ্যানেলের নাম Android kings BD । আপনি ইউটুবে গিয়ে Android kings BD লিখে সার্চ করে দেখুন সবার উপরে আসবে। Android kings BD চ্যানেলের মত আপনার চ্যানেলতাকে আপনি সবার উপরে আনতে পারবেন। কীভাবে আনবেন সেটা আমি শিখাবো আপনাকে।

তাহলে চলুন লেগে পড়ি,

 

ভাইয়ের চ্যানেল প্রথমে আসার দুইটি কারণ।

১/ ভাইয়ার চ্যানেলের নাম ইউনিক। এই নামে অন্য কেউ নেই।
২/ ভাইয়া উনার চ্যানেলের নাম চ্যানেল ডেস্ক্রিপশন এ খুব সুন্দর করে উল্লেখ করেছেন।
(নিচের স্ক্রিনশট টা দেখুন)

আসুন প্রথমে আমরা ১ নাম্বার ইউনিক নিয়ে আলোচনা করি।

 

আপনার নাম যদি কমন হয়। আপনার নামে যদি হাজার হাজার চ্যানেল থাকে ভিডিও থাকে তাহলে কখনোই আপনি টপ এ আসবেন না।  চ্যানেল নাম অবশ্যই ইউনিক হতে হবে। দরকার হলে নামের সাথে সংখ্যা যুক্ত করুন যেমন Suhag নামে ইউটুবে অনেক চ্যানেল আছে তাই আমি আমার চ্যানেলের নাম দিয়েছি  Suhag550 যে কারনে সার্চ করলে আমার চ্যানেল ও সবার প্রথমে আসে।

চ্যানেল এবাউট এ আপনার নাম দেওয়া  নিয়ে আলোচনাঃ-

 

আপনি যখন আপনার চ্যানেল এবাউট লিখবেন তখন এই লিখার মধ্যই আপনার চ্যানেল নাম তুলে ধরতে হবে।
যেমন ধরুন আপনারা যদি আমার চ্যানেল এবাউট দেখেন বুঝবেন যে আপনার টা কিভাবে লিখতে হবে।
আমার চ্যানেল এবাইউট আমি নিচে তুলে ধরলাম। দেখে নিন –
This is ”Suhag 550” in my youtube channel i wanted to shown you how can make money on youtube video
This channel contains only Tutorials related to different technological issues, most of the videos are in Bengali. Please subscribe to this channel for some awesome contents.
লক্ষ্য করুন আমি চ্যানেল এবাউট লিখার শুরুর দিকেই আমার চ্যানেলের নাম উল্লেখ করেছি। এটাই হচ্ছে মূল জিনিস। আপনার চ্যানেলের নাম টা যদি আপনি এভাবে উল্লেখ করতে পারেন তাহলেই আপনার চ্যানেল প্রথম পাইজে আসবে।।
আর একটা ছোট্ট কিন্তু অনেক উপকারী টিপস বলে দেই

 

আমার লেখা পড়ে না বুজতে পারলে নিচের ভিডিওটা ফলো করতে পারেন। সেখানে সব ক্লেয়ারলি দেখানো হয়েছে।

 

আপনারা চাইলে এই ধরনের পোষ্ট আরো হবে ইনশাল্লাহ। কমেন্টসে মতামত জানাবেন

ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আজকের মত আল্লাহ হাফেয।