Site icon Trickbd.com

আপনার ইউটিউব ভিডিও এর জন্য নিজেই নন-কপিরাইটেড ব্যাকগ্রাউন্ড মিউজিক বানান আপনার মোবাইল দিয়ে। সবাই পারবেন (ScreenShot + Video)

আসসালামু আলাইকুম ? । সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন । আল্লাহর রহমতে আমিও ভালো আছি ।

বর্তমানে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব জনপ্রিয়তার শীর্ষে । যার প্রধান কারন ইউটিউব পাবলিশার দের পেমেন্ট করে,আর কি এটা দিয়ে টাকা কামানো যায় ।

পাবলিশাররা ভিডিও পাবলিশ করে এবং ইউটিউব ভিডিওতে এড দেখায় যার কিছু অংশ পাবলিশাররা পায় । পাবলিশাররা যে ভিডিও বানায় তাতে দরকার পড়ে মিউজিক এর । ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক এর ছোয়া লাগলে ভিডিওটি প্রানবন্ত হয়ে ওঠে । যার জন্য খুজতে হয় নন কপিরাইটেড মিউজিক । অনেক সময় এই মিউজিক এর কারনে আমাদের সাধের চ্যানেল ব্যান খেয়ে যায় । তার জন্য আজকের আমার এই পোস্ট ।

আমরা নিজেই মিউজিক তৈরি করে আমাদের ভিডিওতে ব্যবহার করবো যেগুলো সম্পূর্ন কপিরাইট মুক্ত চলুন কাজে চলে যাই ?

মূল পোস্ট

প্রথমে Music Maker JAM অ্যাপসটি আপনার ফোনে ইন্সটল করে নিবেন ।
প্লে স্টোরে Music MMaker JAM লিখে সার্চ দিলেই চলে আসবে ।তারপর অ্যাপটিতে ঢুকে Get Started লেখায় ক্লিক করবেন

Log in with Facebook অপশনে ক্লিক করে I accept the terms of rules এ ক্লিক করবেন ।


এখানে ৪ টা মিউজিক ক্যাটেগরি দেখতে পাবেন আপনি যেকোন ২ টি সিলেক্ট করে মিক্স করতে পারবেন । ২ টি ক্যাটেগরি সিলেক্ট করে Process অপশনে ক্লিক করবেন নিচের মতো ।

Play Music / Make Music নামে ২ টি অপশন পাবেন আপনাকে Make Music অপশনে ক্লিক করতে হবে নিচের মতো ।

আপনাকে অ্যাপটি বেসিক কাজ গুলো দেখাবে নিচের মতো ।








পোস্টে স্ক্রিনশুটের সংখ্যা বেশি হলে লোডিং নেয় অনেক সময় তাই আজকের পোস্ট এই পর্যন্তই রাখলাম । পরবর্তীতে মিউজিক তৈরি করে ভিন্ন ধাচে নিয়ে যাবো ?

যদি কেউ না বুঝে থাকেন তাহলে ভিডিও টি দেখবেন

আমার চ্যানেলটি Subscribe করুন ।

কোথাও সমস্যা হলে কমেন্ট করুন । আমাদের ফেসবুক গ্রুপ MojoDroid এ জয়েন করুন ☺