Site icon Trickbd.com

এইবার YouTube থেকে আয় করুন || চ্যানেল খোলা থেকে টাকা তোলা পর্যন্ত A 2 Z || পর্ব- ১

Unnamed

আসসালামু ওয়ালাইকুম। আশা করি সকলে ট্রিকবিডির সঙ্গে ভালই আছেন।

এই ধরনের পোস্ট আগে ট্রিকবিডিতে করা হইছিল কিনা জানি না! যদিও করা হয়ে থাকে তার সাথে আমার পোস্টের মিল পাবেন না। এখানে কিছু নতুন নিয়ম যুক্ত করা হইছে! তাই আডিমিনদের কাছে অনুরোধ না দেখেই পোস্ট ডিলিট করবেন না!

আগেই বলে রাখি – আপনি যদি বেশীক্ষন ধরে কম্পিউটার বা মোবাইলের সামনে বসে থাকতে ভালবাসেন তবে আপনার ভালো হবে ফ্রিলান্সিং করা। ফ্রিলান্সিং করার জন্য এই পোস্ট টি দেখুন!

আজকের এই পোস্ট এ ইউটিউব এর খুটি নাটি সব কিছু নিয়ে আলোচনা করা হবে! এর পরেও কারো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। যদিও আমি উত্তর দিতে না পারি এখানে অনেক অভিজ্ঞ মানুষ আছে আপনারা উত্তর পেয়ে যাবেন। ইনশাআল্লাহ।

এই পোস্টে যা যা থাকছেঃ

⚫কিভাবে ইউটিউবে চ্যানেল খুলবেন!

⚫চ্যানেল নাম, প্রফাইল পিক, কভার ও ইন্ট্রো!

⚫কিভাবে চ্যানেলের নাম ও ছবি পরিবর্তন করবেন!l

⚫চ্যানেল ডিসক্রিপশন ও চ্যানেল কিওয়ার্ড!

⚫চ্যানেল প্রমোট ও অন্যান্য সোশাল লিংক যুক্ত!

⚫কিভাবে বেশি ভিউ ও সাবস্ক্রাইবার পাবেন!

⚫কিভাবে আডসেন্স তৈরি ও আপ্রুভ করাবেন!

⚫কিভাবে মনিটাইজ ও অন্যান্য ফিচার ওন করবেন।

⚫কিভাবে ভিডিও তৈরি ও আপলোড করবেন!

⚫কিভাবে ট্যাগ ও এস ই ও করবেন!

⚫কিভাবে ১ মাসে ১০,০০০ ভিউ পাবেন!

⚫কিভাবে বেশি ডলার ($) পাবেন!

⚫কিভাবে টাকা উঠাবেন!

বুঝতেই পারছেন পোস্ট টি কত বড় হবে! এই সম্পুর্ন পোস্ট খন্ড আকারে কয়েক দিনে আপনাদের কে দিব। ইনশাআল্লাহ। আর এতো বড় পোস্ট করতে আমাকে সহযোগীতা করছেন জুবায়ের হাসান রাজ ভাই!

তো চলুন শুরু করা যাক আজকের পর্ব! পর্ব ১ঃ চ্যানেল খোল || নাম প্রফাইল পিক পরিবর্তন || ইন্ট্রো তৈরি || ডিসক্রিপশন ও ট্যাগ ||

যারা এখনো ইউটিউবে চ্যানেল খোলেন নাই তারা এখানে ক্লিক করে একটা চ্যানেল খুলে নিন।

আর চ্যানেলের নাম এমন দিবেন যেই নামে কোন চ্যানেল ইউটিউবে নাই।

প্রফাইল ও কভার পিক পরিবর্তন!

প্রফাইল পিক পরিবর্তনের জন্য প্রথমে আপনার ব্রাউজারের ডেস্কটপ মুড ওন করে ইউটিউবে প্রবেশ করুন। বাম পাশের উপরে ৩ ডট থেকে My Channel এ প্রবেশ করুন।

এই বার প্রফাইল পিক এর উপরে ক্লিক করুন। দেখুন এইখানে ক্লিক করুন।

এইবার এখান থেকে ছবি আপলোড করুন।

কভার পিক সেট করার জন্য ব্যাক করে পুর্বের পেইজে আসুন। এবার এখান থেকে Add Channel Art এ ক্লিক করুন।

এবার এখান থেকে কভার পিক আপলোড দিন।

এইবার আসুন চ্যানেল ট্যাগ দিবেন কিভাবে। চ্যানেল ট্যাগ দেবার জন্য এই গিয়ার আইকনে ক্লিক করুন।

এইবার এখান থেকে কান্ট্রি UK দিন আর নিচের বক্সে চ্যানেল ট্যাগ দিয়ে দিন। স্ক্রিনশট এ দেখুন!

আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে। পরবর্তী পর্বে।

স্ক্রিনশট আপলোড করা হচ্ছে অপেক্ষা করুন।

শেষকথাঃ

এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।

ফেইসবুকে আমি