স্বাগতম ট্রিকবিডি তে
সকলে ভালো আছেন সেই বিশ্বাস নিয়ে স্বাগত যানাচ্ছি আজকের টিউটোরিয়াল এ।
আজকের বিষয় সম্পর্কে আমার যতোটুকু ধারনা বা বাস্তব অভিগ্যতা আছে আমি সেই টুকু আমার পরিবার ট্রিকবিডি তে আলোচনা করছি যাতে করে আমার পরিবারের ও প্রতিদিন এর হাজার হাজার সম্মানিত ভিজিটর ভাই – বোনেরা যারা এই বিষয়ে যানেন না তারা একটু হলেও উপকৃত হন।আর যারা এই বিষয়ে আমার থেকে বেশি অভিজ্ঞ তাদের সুন্দর মতামত ও পরামর্শ এর মাধ্যমে আমি কিছু শিখতে পারি।
অনেক কথা বলে ফেললাম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য।
শুরু করছি আজকের টিউটোরিয়াল
আজকের পর্বে আমরা শিখবো কিভাবে গ্রিন স্ক্রিন ভিডিও এডিট করতে হয় _ এবং ভিডিওতে কিভাবে অন্য ভিডিও এড করার মাধ্যমে সুন্দর ভিডিও বানানো যায়।
ভিডিও এডিটিং এর জন্য আপনাদের লাগবে Kine Master App……নিচের দেয়া লিংক থেকে Kine Master App টি ডাউনলোড করে নিন নয়তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনিষ্টল করে নিন।এরপর এপ টি ওপেন করুন।
( + ) আইকনে ক্লিক করুন
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
এম্পটি প্রজেক্ট সিলেক্ট করুন।
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
মিডিয়া ব্রাউজার এ ট্যাপ করে যে ভিডিও এডিট করতে চান সেই ভিডিও সিলেক্ট করুন।
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
এরপর ডাউনলোডকৃত গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করুন।
এরপর স্ক্রিনশট এ দেখানো স্থান থেকে টেনে ফুলস্ক্রিন করে নিন।
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
এরপর একটু নিচে গিয়ে ক্রোমা কী সিলেক্ট করুন এবং ইনেবল করে দিন।
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
কালার সিলেক্ট করুন কন্ট্রোল প্যানেল থেকে
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
ফলাফল
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
ফাইল এর নাম দিন।
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
এরপর সেভ টু গ্যালারী সিলেক্ট করুন
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
ভিডিও কোয়ালিটি সিলেক্ট করুন।
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
প্রসেসিং এবং ডান। Ok তে ক্লিক করে বেরিয়ে আসুন।
আবেদনঃ
ভুল হলে ক্ষমা সুলভ আচরন আহব্বান রইলো সকলের নিকট। আর অবশ্যই ভুল গুলো শুধরে দেবার জন্য ফেসবুক পেজে জানাতে ভুলবেন না।সকলের নিকট সুন্দর রুচিশীল ভাষায় কমেন্ট আশা করছি।
এই টিউটোরিয়াল এর দ্বারা কেউ একটুও উপক্রিত হলে আমার কষ্ট সার্থক হবে।
পরিশেষে একটি কথা বলতে চাই _ আমি যতোটুকু যানি শুধু সেইটুকু আপনাদের মাঝে শেয়ার করছি যাতে এই টিউটোরিয়াল দ্বারা অন্যকে কিছু শেখাতে পারি এবং আমার ভুল গুলো ধরা পরে এবং আমি ও নতুন কিছু শিখতে পারি।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামি কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন ট্রিকবিডি এর সাথে।
ভিডিও টি দেখতে পারেন…. ভালো ভাবে বোঝার জন্য…..!
আমার এক friend trickbd এর ভক্ত,তার একটা trickbd id দরকার,,contributor id হলেই চলবে,,,plz,,আমাকে আমার বন্ধুর req, টা রাখার জন্য help করেন,,কারোর যদি 2/3/4 টা contributor id থাকে তাহলে plz একটা আমায় দান কর,,আর দিলে এই e-mail এ নাম আর pass. পাঠিও,,,[email protected],please একটু চেস্টা করে দেখ,,,না পারলে থাক,,,but plz চেস্টা করো,,
খুব সহজে বুজতে পারলাম ভাই।
apnar post gulo valo lage.
caliye jan…
( 20.1 + – ) । ধন্যবাদ সাথে থাকার জন্য।
প্রশ্নঃ ভিডিওতে বক্স দিয়ে চিহ্নিত করলাম কিভাবে…?
উত্তরঃ বক্স দিয়ে চিহ্নিত করার জন্য আপনাকে Kine Master এ লেয়ার অপশন থেকে ড্র অপশন এ যেতে হবে। সেখান থেকে যেখানে আপনি চিহ্নিত করতে চান সেখানে ড্র করুন।
আশা করি বোঝাতে পেরেছি ; এর পরেও কিছু জানার থাকলে নির্দিধায় জানাতে পারেন। ধন্যবাদ বিশ্বাস সাথেই থাকবেন।ধন্যবাদ।
kine master দিয়ে আরো অনেক কিছু করা জায়।
ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য