আসসালামু আলাইকুম বন্ধুরা…!
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্র রহমতে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ্র রহমতে ভালো আছি
ব্যস্ততার কারনে তেমন আসা হয়না ট্রিকবিডিতে। অনেকদিন পর লেখালেখি করতে বসলাম।☺
যাইহোক ‘আজাইরা প্যাচাল বাদ দিয়ে কাজের দিকে মনোযোগী হই!
এপ্স বানানোর আগে’ আমার বানানো এপ্সটার কয়েকটা স্ক্রিনশট দেখে নেয়া যাক ↓
দা আলাদা ক্যাটাগরি দেয়া আছে। আমি Photo & Video Editing ক্যাটাগরি তে ক্লিক করে’ ঢুকলাম ‘ একটা ভিডিও আছে ‘তাই একটাই দেখাচ্ছে↓
?’ React দেয়া ভিডিওগুলো দেখতে পাবেন
এপ্স দেখাতে গিয়ে পোস্ট অনেক বড় হয়ে যাচ্ছে! আর না। চলুন’ এপ্স বানানো শুরু করি
কাজটি আমরা একটি ওয়েবসাইট এর মাধ্যমে করবো ওয়েবসাইট টি সম্পর্কে’ অনেকেরিই ধারনা আছে
At first এই সাইটে যান
then দেখুন Create Now For Free নামে একটি অপশন আছে।সেখানে Click করুন
এবার Search Box এ Youtube লিখে Search দিন।তারপর Youtube এ Click করুন
then ‘select input type এ Youtube channel Url Select করবেন এবং Enter channel Url বক্সে আপনার চ্যানেলের Url (link) বসাবেন! সব শেষে Next এ Click করবেন।
এবার Apps এর নাম দিবেন And Click Next
then Description দিবেন
– এখন এখান থেকে Custom Icon এ Click করে এপ্স এর আইকন দিবেন। Then Click Next
সব কাজ শেষ হলে Create এ Click করুন।
Create এ Click করার পর লগিন/রেজিস্ট্রেশন পেজ আসবে। আগের Account থাকলে Sing in এ Click করে লগিন করুন। না থাকলে নতুন একটা account Create করুন অথবা আপনি চাইলে ফেসবুক এর মাধ্যমেও লগিন করতে পারেন (এজন্য আপনাকে ফেসবুক আইকনে Click করে লগিন করতে হবে)
ততোক্ষণ ভালো থাকুন’ ভালো রাখুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন।