Site icon Trickbd.com

ইউটিউব ১ হাজার ভিউ এ কত টাকা দেয়? জানতে হবে আপনাকেও। [ unique tuner Morshed]

Unnamed

আমার কথা মত আপনাদের সামনে ইউটিউব এর
একটি গুরুত্যপুর্ন প্রশ্নের উত্তর নিয়ে হাজির
হলাম। তবে সকল তথ্যই গড় ধারনার উপর নির্ভর

কপি পোষ্ট বলার আগে বা
খারাপ মন্তব্য প্রকাশ করার আগে যথাযথ প্রমান
সংগ্রহ করুন

আচ্ছা ভাই ইউটিউব এ কেমন আয় হয়? প্রতি ১ হাজার ভিউ এ কত টাকা দেয়?

এই ছোট্ট একটা প্রশ্ন অনেকের কাছেই তো
করলেন। কেউ সঠিক উত্তর দিল না। সবাই শুধ
ু কথা পেচায় এমন যদি হয় আপনার সমস্যা তাহলে মোর্শেদের এই পোস্ট আপনার জন্যই।

আমার উত্তর পাওয়ার আগে এই প্রশ্ন গুলোর
উত্তর দিন।

আপনিকি বাংলায় টিউটোরিয়াল বা ভিডিও বানাবেন?

আপনার মূল লক্ষ কি বাংলাদেশি ভিউয়ারদের?

আপনি কি নতুন চ্যানেল খুলবেন?

যদি সবগুলোর উত্তর হ্যা হয় তবে আপ্নাকেই
বলছি নিচে যান।আর যদি না হয় তবেও নিচেই যান।

আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি
আপনার নতুন চ্যানেলে সর্বচ্চো ভাল কন্টেন্ট এর

ভিডিও আপলোড করেন আর মিনিটাইজ (ad থেকে আয় করার ব্যবস্থা) ও করা হয়
তাহলে আপনি প্রতি ৪ হাজার ভিউ এর জন্য ১
ডলার পাবেন। আর যদি কন্টেন্ট ভালো না হয়
তাহলে ১০ হাজার ভিউ লাগতে পারে ১ ডলার এর
জন্য।

তবে এটাই যে ফিক্স তা নয় আস্তে আস্তে আপনার
চ্যানেল popular হবে আর সাথে সাথে আর্নিং ও
বারতে থাকবে। তবে ১ হাজার ভিউ এ ১ ডলার তা
কিন্তু না।

এবং বাংলাদেশ ভারত এসকল দেশে ইনকামের রেট
প্রায় একই।
ভারতের জনপ্রিয় চ্যানেল technical guruji যার
বর্তমান সাবস্ক্রাইবার ৩.৬ মিলিয়নের মত অই
চ্যানেল একবার বলছিল যে তিনি ১২ মিলিয়ন ভিউ
এর টাকা দিয়ে একটি আল্ট্র গাড়ি কিনতে পারবে যার
মুল্য ৩ লাক্ষ + রুপি । এটাকে ডলার এ রুপান্তর
করে হিসেবে আসে তিনি প্রতি ২.৫ হাজার ভিউ এর
জন্য এক ১ ডলার পান। তাহলে এতো ফেমাস
চ্যেনেলের এই আর্নিং রেট হলে আমাদের নিতুন
চ্যানেলে ৪ হাজারে ১ ডলার বিরাট কিছু। তবে কিছ
ু ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে সেটা ভাগ্যের ব্যপার।

কি হিসাব ক্লিয়ার? তাহলে ১ হাজার ভিউয়ার এ
নাকি ১ ডলার পাওয়া যায় তার খবর কি?

না ভাই যারা বলে তারা শুধু শপ্ন দেখায় তবে

বাস্তবতা অনেক কঠিন আর এই কঠিন বাস্তবতা
নিয়ে একটা পোস্ট করার আসা আছে।

ধুর মিয়া আন্তাজে যা ইচ্ছা তাই বললেন আর আমরা তাই believe করব? আপনার কথার প্রমান কি?

আমি ১ বছরের ব্যার্থ ইউটিউবার(আমার প্রোফাইল এ লিনক আছে) । আমার এক বছরের আর্নিংের ধারনা থেকেই বলছি।


এছাড়াও এই রাস্তায় হাটতে গিয়ে অনেকের সাথেই কথা হইছে তাদের সবার আরনিং এর ধারনা থেকেই আমার এই পোস্ট করা। আসা ছিল আমার পেয়মেন্ট প্রুফ দিব। তবে ভাবলাম তার হয়ত প্রয়োজন হবে না। এছাড়াও আপ্নারা technical guruji r ভিডিও দেখতে পারেন।

তাহলে কি ১ হাজারে ১ ডলার আয় করা যায় না?

হুম যায় তবে এজন্য আপনাকে আমেরিকা বা এস্কল পশ্চিমা দেশ গুলোকে টার্গেট করতে হবে। যেন তারা আপনার ভিডিও বেশি দেখে। দেখা গেসে ঐ সকল দেশে ১ হাজার ভিউ এর জন্য ১ ডলার এর বেশিও অনেক সময় আর্ন করা যায়।

পোষ্ট লেখার পেছনে আমার কোনো সার্থ নাই। আর আমি কারো চাকরিও করি না। আপনাদের ভালোবাসাই আমার কাম্য। ভাল থাকবেন। এবং আমার জন্য দোয়া করবেন।

আর টেকনোলজি সম্পর্কে কোনো বিষয়ে কৌতুহল থাকলে প্রশ্ন করুন ফেসবুক গ্রুপে অথবা কমেন্টে যানান পরবর্তী পোষ্ট এ তা কিছুটা সমাধানের চেষ্টা করব।

-মোর্শেদ

Exit mobile version