শুরুতে সবাইকে আমার সালাম জানাই। আশা করি সবাই ভাল আসেন।
আর কথা না বলে সরাসরি কাজে যাই।
মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও এর জন্য Thumbnail বানাতে প্রথমে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে।
ডাউনলোড লিংক

উপরের অ্যাপ টি ডাউনলোড করে নিন।

এর পর ওপেন করুন।

Create New তে ক্লিক করুন।

YouTube Thumbnail এ ক্লিক করুন।

এর পর এমন একটা পেজ আসবে।

logo/Photo অ্যাড করার জন্য Camera মত আইকন টিতে ক্লিক করুন, এর পর Add Photo তে ক্লিক করুন।

এরপর Gallery তে ক্লিক করুন।

Gallery থেকে যে ছবিটি অ্যাড করতে চান, সেটাতে ক্লিক করুন।

এবার Text লিখতে A+ আইকন টিতে ক্লিক করুন, তারপর Add Text এ ক্লিক করুন।

যা দরকার লিখার পর ADD এ ক্লিক করুন।

এরপর ক্লিক করুন।

এবার কাজ শেষ Save করুন।

এরপর ডাউনলোড এ ক্লিক করুন।

দেখুন আমার Gallery তে সেভ হয়ে গেছে।
যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার ইউটিউব ভিডিওটি দেখুন।
ভিডিও লিংক
Trickbd তে আমি নতুন যদি কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে।

2 thoughts on "মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব ভিডিও এর জন্য Thumbnail বানাবেন দেখুন"

  1. FK Firoj Kobir Contributor says:
    Jni bro….but nice….
  2. Sujoy Contributor Post Creator says:
    thanks

Leave a Reply