Site icon Trickbd.com

কল আসা, ডাটা অথবা ফোন বন্ধ হয়ে যাওয়ার কারনে YouTube-এ ভিডিও আপলোড Fail মারলে আবার সেখান থেকেই আপলোড শুরু হবে

Unnamed


আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ্‌ অনেক ভালো আছি।

আজ আমরা যে টিপসটি নিয়ে আলোচনা করবো এই টিপসটি অনেকেই জানেনা, যেসব ভাইয়েরা টিপসটি জানেন তারা একটু দূরে থাকলে ভালো হয়।


যারা ইউটিউবে কাজ করে থাকেন এদের মধ্যে কেউ UC Browser, কেউ Google Chrome, আবার কেউ Mozilla Firefox ব্যবহার ভিডিও আপলোড করে থাকেন।

কিন্তু, ভিডিও আপলোড করার সময় যদি ফোনে কল আসে অথবা ডাটা অফ হয়ে যায় তখন নিচের ছবির মত Error দেখায়।

এর ফলে, আবার নতুন করে আপলোড দিতে হয়।

নিয়ে নিন সমাধান!
এখন থেকে ভিডিও Upload কোনো কারনে বন্ধ হয়ে গেলেও আবার নতুন করে আপলোড দিতে হবে না। যে পর্যন্ত Upload হয়েছিল, ডাটা কানেকশন অন করার সাথে সাথে সেখান থেকেই আপলোড শুরু হবে।

এ জন্য অন্য কোন অ্যাপ নয় বরং আপনার ফোনেই যে YouTube অ্যাপ দেওয়া আছে ঐ অ্যাপ ব্যবহার করে ভিডিও আপলোড করুন। এই সমস্যা দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ।

আর যদি, আপনার ফোনে YouTube অ্যাপ না থাকে অথবা Upload সমস্যার সমাধান না হয় তবে Play Store থেকে নতুন YouTube অ্যাপটি Download করে নিন।

আপনাদের সুবিধার্থে আমি অ্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছি।
YouTube.apk

ধন্যবাদ সবাইকে কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য।
পোষ্টটি পড়ে যদি কারো সামান্য উপকার হয় তবেই আমার লেখা সফল 🙂
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মত বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম।

আমার ফেইসবুক আইডি।

সৌজন্যে: Tech Adda