অনুরোধ করছি, একটু কষ্ট করে হলেউ পুরো পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ুন
আশাকরি সকলেই ভালো আছেন।
আমিও আছি, খুব ভালো।
টাইটেল দেখে হয়তো অনেক টা বুঝতে পেরেছেন আমি কি সম্পর্কে এই পোস্ট টা করেছি।
না বুঝলে পুরো পোস্টে মনযোগী হন। বুঝে যাবেন।
…………………………………………………
অনেক সময় আমাদের inro প্রয়োজন হয়ে থাকে। intro বানানোর জন্য অনেক সফটওয়্যার খোঁজাখুঁজি করে google এ। ওনেক কষ্টে সফটওয়্যার পেলেউ তা আবার ইন্সটল নেয় না। ইন্সটল নিলেয় বলে $ দিয়ে Unlock কোড কিনে তারপর সফটওয়্যার ব্যবহার করতে।
তখন আমরা এসব বাদ দিয়ে খুঁজি web সাইট। intro বানানোর জন্য web সাইট পাই। কিন্তু সেখানেও $ চায়। তারপর খুঁজি Free Web সাইট। কিন্তু Free ইন্ট্রো তৈ করার জন্য web সাইট তেমন পাওয়াই যায় না। কয়েক দিন আগে Panzoid নামের একটা web site ফ্রি কিছু intro দিচ্ছিলো। তা দিয়ে তারা ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু ইদানীং তাতেও সমস্যা দেখা দিচ্ছে বেশ কিছু সময়। intro তৈরি শেষে তা ডাউনলোড দিলে দেখা যাচ্ছে Play হচ্ছে না।
————————–
তাই আজ আমি আপনাদের কে একটা Web Site এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। যেখান থেকে Free তে intro তৈরি করা যায়। আবার $ Pay করেউ intro তৈরি করা যায়।
web site টি হচ্ছে FlixPress.
চলুন আপনাদের কে একটা intro তৈরি করার নমুনা দেখাচ্ছি।
প্রথমে web site এ প্রবেশ করতে এই নিল রঙের লেখা তে টাচ্ করুন।
তারপর দেখুন নিচের মত একটা পেইজ আসবে।
↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
———————————-
তারপর ‘Register’ এ টাচ্ করুন।
বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি লক্ষ করুন
↓↓↓↓↓↓↓↓↓↓↓
এখন Available একটা UserName, First Name, Last Name, email (ইমেই ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই, তাই ইচ্ছা মত একটা ইমেইল দিন), Passwor, Confirm Passwor, তারপর ‘i agree to the terms’-এর বামে ঠিক চিহ্ন বসিয়ে Captcha ভেরাই করুন। এবং তারপর ‘Register’- এ টাচ্ করুন।
↓↓↓↓↓↓↓↓↓↓↓
তারপর যে পেইজ টা আসবে তার একটু নিচেই দেখুন লেখা আছে ‘Get Free Plan’. সেখানে টাচ্ করুন।
বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি লক্ষ করুন
↓↓↓↓↓↓↓↓↓↓↓
তারপর যে পেইজ টা আসবে তার একটু নিচের দিকে এসে আপনার পছন্দ মত একটা ‘Free’ Template’ এ টাচ্ করুন।
বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি লক্ষ করুন
↓↓↓↓↓↓↓↓↓↓↓
তারপর নিচে, ডান দিকের ‘Customize Now’ তে টাচ্ করুন।
বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি লক্ষ করুন
↓↓↓↓↓↓↓↓↓↓↓
এখন আপনি যে লেখা গুলো intro তে শো করাতে চান। সেগুলো লিখুন। তারপর রেজুলেশন টা সিলেক্ট করুন। (ইচ্ছে হলে আপনার পছন্দ মত কোনো অডিও অ্যাড করে দিতে পারেন। আমার মনে হয় তা না করাটাই ভালো। কারন intro-র সাথে মানসম্মত অডিও থেকেই যায়।)
তারপর ‘Submit Order’ এ টাচ্ করুন।
বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি লক্ষ করুন
↓↓↓↓↓↓↓↓↓↓↓
তারপর, ‘Make A Preview Instead’ এ টাচ্ করুন।
বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি লক্ষ করুন
↓↓↓↓↓↓↓↓↓↓↓
তারপর, ‘View My Previews’ এ টাচ্ করুন।
বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি লক্ষ করুন
↓↓↓↓↓↓↓↓↓↓↓
তারপর যে পেইজ টি আসবে তার একটু নিচে এলেই দেখবেন আপনার তৈরি করা intro টি আপনার ডাউনলোড এর আসায় ডাউনলোড বাটন টি লুকিয়ে বসে আছে।
এখন আপনার কাজ হচ্ছে তার (intro-এর) রাগ ভাঙিয়ে তাকে ডাউনলোড করে নেওয়া। তার জন্য আপনাকে ঐ intro-এর নিচের লাল ঘরের মধ্যে ‘More Options’ এ টাচ্ করতে হবে।
বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি লক্ষ করুন
↓↓↓↓↓↓↓↓↓↓↓
তারপর দেখুন ডাউনলোড বাটন দেখা দিয়েছে। সেখানে টাচ্ করে ডাউনলোড করে নিন আপনার তৈরি করা intro টি।
বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি লক্ষ করুন
↓↓↓↓↓↓↓↓↓↓↓
———————————————————————-
———————————————————————-
তারপর প্লে করে দেখুন তো কাজ ঠিক ঠাক হলো কিনা।
মনে হয় হয়েছে। তাই না?
হ্যা হয়েই তো গেছে।
এখনো যদি বুঝতে সমস্যা হয়, তাহলে নিচে থেকে আমার তৈরি করা ভিডিও টা দেখে নিন।