Site icon Trickbd.com

খুব সহজেই বানিয়ে ফেলুন Youtube Cover Art,ইমেজ সাইজ নিয়ে আর কোন সমস্যা নেই (মাএ ৫মিনিটেই বানিয়ে ফেলুন)

Unnamed


আজকের টপিক :-


খুব সহজেই বানিয়ে ফেলুন Youtube Cover Art, ইমেজ সাইজ নিয়ে আর কোন সমস্যা নেই

ট্রিকবিডির সাথে আছি এবং থাকবো,ইনশাআল্লাহ!!!


বুঝতে সমস্যা হলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন।আমি সমাধান করার চেষ্টা করবো

চলুন শুরু করি:-


এখন আমাদের অনেকেরই প্রায় ইউটিউব চ্যানেল রয়েছে। আমরা ইউটিউব চ্যানেল খুব সহজেই খুলতে পারি। কিন্তু ভালোভাবে সাজাতে পারি না। ইউটিউব চ্যানেলকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে ইউটিউব কভার ফটো একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই হয়তো ভালভাবে কভার ফটো তৈরি করতে পারি। কিন্তু যারা নতুন, তাদের জন্য এই পোস্ট টি হয়তো কাজে লাগবে।
আমরা জানি,ইউটিউব এর কভার ফটো এর জন্য একটা সাইজ রয়েছে । আমরা এই সাইজটা (2560 x 1440 px)
জানলেও কেমন করে তা তৈরি করব জানি না। তাই যারা ) পারেন না, তারা এই পোস্ট টি দেখে দেখে খুব সহজেই করতে পারেন। ক্লিক করে আগে Cover Art Imageটি ডাউনলোড করুন

Click Here To Download
Google Play Store থেকে PicsArt Photo Editing Software টি Install করে নিন।
অনেক তো বকলাম, এবার কাজের কথায় আসি। নিচের Screenshot গুলো দেখে দেখে সেটিং ঠিক করুন:-

???

???

???

???


???

???

???

???

???

???

???

???

???

???

???

ভাইয়ের দয়া করে আর দুই মিনিট একটু হাদীসটি পড়ুন:-

নিঃসন্দেহে আল্লাহ্ ভাল ও মন্দ কাজকে লিখে রেখেছেন। তারপর তিনি এ ব্যাখ্যা করেন: যে ব্যক্তি ভাল কাজের জন্য দৃঢ় সংকল্প করে কিন্তু তা সম্পন্ন করতে পারে না, তবু আল্লাহ্ তার জন্য পরিপূর্ণ নেকী লেখেন; আর দৃঢ় সংকল্প করে সে যদি তা সম্পন্ন করে তবে আল্লাহ্ নিজের কাছে তার জন্য দশ নেকী থেকে সাতশ’ পর্যন্ত; বরং তার চেয়েও বেশী নেকী লেখেন। এর বিপরীত, যদি কারো মন্দা কাজের বাসনা জাগে কিন্তু তা কাজে পরিণত না করে, আল্লাহ্ তার জন্য পরিপূর্ণ নেকী লেখেন; কিন্তু যদি সে তার কামনা বাসনাকে কাজে পরিণত করে, তবে তার জন্য একটি মন্দ কাজ লেখেন। [বুখারী: ৬৪৯১, মুসলিম: ১৩১]

কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর বুঝতে সমস্যা হলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন।

https://youtu.be/FA5PUtBFTdI

ধন্যবাদ সবাইকে

Exit mobile version