আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
আশা করি ভালোই আছেন।
তো চলুন তাহলে শুরু করা যাক।
শুরু করার আগে বলে রাখি আমি নতুন অথর।
প্রথমে একটু আধটু ভুল হতেই পারে।
যদি কোন হয় দয়া করে ক্ষমার দৃশটিতে দেখবেন।
#অনেক নতুন ইউটিবার আছে যারা ভিডিও বানায় কিন্তু ভিডিওর জন্য ভালো মানের ট্যাগ দিতে পারেনা।তাদের জন্যই আমার আজকের পোস্ট।
#এর জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ এর প্রয়োজন হবে।
যার সাইজ মাত্র ২.৮ এম্বি।
উপরের দেওয়া লিনক থেকে আপ্পটি ডাউনলোড করুন।
তারপর আপনার মোবাইল এর ক্রোম ব্রাউজার ওপেন করুন।
ইউটিউবে গিয়ে আপনি যে ধরনের ভিডিও বানিছেন সেই ধরেন কিছু লিখে সার্চ করুন।
মনে করুন আপনি life hacks এর ভিডিও বানিয়েছেন।
তাহলে আপনি life hacks লিখে সার্চ করুন।
তারপর নিচের SS Follow করুন।
যেই ভিডিওতে ভালো ভিউ আছে বা প্রথমে যেই ভিডিও এসেছে ওটার লিনক কপি করুন।
কপি করার পর অ্যাপ টা ওপেন করুন।
এরপর আপনার কপি করা লিনক টি address bar এ পেস্ট করুন।
তারপর সার্চ বাটন এ ক্লিক করুন।
এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
এবার এখান থেকে ভালো কিছু ট্যাগ সিলেক্ট করে নিয়ে নিন।
#মনে রাখবেন সবগুলো ট্যাগ হুবহু কপি করলে চ্যানেল সাস্পেন্ড হতে পারে।
#অতএব সাবধান।
আজকের এখানেই সমাপ্ত।