Site icon Trickbd.com

আপনার Youtube চ্যানেল এর Subscribe Hide করুন। আপনি ছাড়া অন্যকেউ আপনার চ্যানেল এ কত Subscribe হয়ছে তা দেখতে পারবে না। শুধু Subscribe করতে পারবে।

Unnamed

Hello বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। আমি Al Imran। আমি TrickBD তে Youtube নিয়ে পোস্ট করে থাকি। আজকে আবারও আরও একটি সুন্দর একটা পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। পোস্টটা সম্পূর্ণ পড়বেন। এটা অবশ্যয় আপনার কাজে আসবে।

আজকের বিষয় হচ্ছে Youtube Channel কিভাবে Subscribe List Hide করবেন। মানে আপনার চ্যানেল এ কত Subscribe হয়ছে এটা আপনি ছাড়া কেউ দেখতে পারবে না।

চলুন এবার শুরু করি আজকের পোস্ট

প্রথমে যেকোন Browser দিয়ে Youtube এ Desktop Mode এ যান
তারপর নিচের মতো করুন:




এবার একদম নিচের দিকে দেখুন

গোল করা অপনটিতে মার্ক করে Save দিন।

ব্যস এবার আপনার Subscribe Hide হয় গেছে। আপনি ছাড়া অন্য কেউ আপনার Subscribe দেখতে পারবে না।

আশা করি আপনাদের পোস্টটি ভালো লেগেছে। যদি পোস্টে কোন ভুল পান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি তা ঠিক করার চেষ্টা করব।

আর যদি পোস্টে কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করুন

ধন্যবাদ ভালো থাকবেন। আর আমার Next পোস্টের জন্য জন্য TrickBd.Com এর সাথেই থাকুন।