Site icon Trickbd.com

দেখে নিন Youtube Channel এ কিভাবে Custom URL বা Usersname সেট করবেন। চ্যানেল এর নিজস্ব লিংক!!

Unnamed

Hello বন্ধুরা আমি Al Imran. TrickBd তে Youtube নিয়ে পোস্ট করি । আজকে আবার একটা নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।

Note:পোস্ট একবার করছিলাম কিন্তু তখন Author না হওয়ায় পোস্টটি কারও সামনে আসে নি। তাই আগেরটা ডিলেট করে আবার নতুন করে লিখলাম। এর জন্য আশা করছি Admin এবং TrickBD Support Team আমার ID ব্যান করবে না

Start Now
কিভাবে Youtube এ Url Set করতে হয়।
মানে Youtube.com/Custom Url এইরকম যেকোন কিছু বা নাম দিতে পারবেন।

আমরা অনেক বড় বড় চ্যানেল এ দেখি( Youtube.Com/ চ্যানেল এর নাম) ঠিক ঐরকম আজকে তৈরি করতে পারবেন।

এর জন্য প্রথমে আপনার চ্যানেল এ ১০০ Subscribe হতে হবে তারপর যা করবেন

১। আপনার Youtube Home Page এ যান। তারপর
Sing in করে নিন।
তারপর ডান পাশের Channel Icon এ ক্লিক করুন।

এরপর Setting এ। ক্লিক করুন। এটা PC তে কিন্তু মোবাইল এ অন্যরকম হতে পারে।

তারপর Advanced এ যান

এরপর এই রকম আসবে।

১০০ Subscribe না হলে ক্লিক এর অপশন আসবে না

২।
তারপরএখানে আপনার একটা Url বা নাম Automatic Suggeste করছে। আপনি এটি Select করে Save দিতে পারেন। কিন্তু এটি পছন্দ না হলে এখানে ক্লিক করুন

তারপর এরকন আসবে

তারপর যদি ঐ নামে কোন লিংক না থাকে তাহলে টিক আসবে

এরপর Save দিন

ব্যাস কাজ শেষ এখন থেকে আপনার আপনার তৈরি করা Url দিয়ে আপনার Channel এ প্রবেশ করতে পারবেন। আরও কোন Help দরকার হলে কমেন্ট করে জানান।

আর আমার সাথে যোগাযোগ করতে আমার FB ID
Al Imran