Site icon Trickbd.com

এবার ইউটিউবে যেকোন ভিডিও দেখুন বিরক্তিকর অ্যাড ভিডিও ছাড়া, নন রুট মোবাইলের জন্য

Unnamed

ইউটিউব হলো বর্তমান ইন্টারনেট জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট, এবং ভিডিও দেখার সাইট।

তবে বর্তমানে এর একটা সমস্যা হলো, ভিডিও দেখার সময় বা ভিডিও চালু করার সময় বিরক্তিকর অ্যাড বা বিজ্ঞাপন চলে আসা।

তো সে সমস্যা থেকে পরিত্রানের উপায় হিসেবে
আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ দিবো, যেই অ্যাপটা দিয়ে ইউটিউবিং করার সময় কোন অ্যাড আসবেনা।
মজার ব্যাপার হলো এই অ্যাপটা অফিশিয়াল অ্যাপই। শুধু এটাকে মুড করে অ্যাডগুলো রিমুভ করা হয়েছে।
সাথে আরও অনেক জনপ্রিয় ফিচার যোগ করা হয়েছে IYTBP অপশনে।

আর এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডেও ইউটিউব ভিডিও চালাতে পারবেন।
কিন্তু ভিডিও দেখতে পাবেননা, শুধু সাউন্ড শুনতে পাবেন।

  • তবে যদি এই সিস্টেমটা কারো কাছে বিরক্তিকর হয়, তাহলে সেটিংসে গিয়ে ডিজেবল করে দিতে পারবেন
    নিচে দেখুন কীভাবে করতে হবে,
    প্রথমে settings এ যান,
    তারপর স্ক্রিনশট ফলো করুন
    ?


?

?

আরেকটা সুবিধা হলো, IYTBP সেটিংসে গিয়ে ভিডিও কোয়ালিটি নির্দিষ্ট করে দিতে পারবেন, ফলে ড্যাটা খরচ কম হবে। বারবার প্রতি ভিডিওতে কোয়ালিটি সেট করা লাগবেনা।

এছাড়াও আরও অনেক ফিচার আছে,
একনজরে নিচে দেখে নিন।

Features:

তাহলে আর দেরী না করে ডাউনলোড করে নিন অ্যাডব্লকার ইউটিউব অ্যাপ। ফাইল সাইজ ২৯ এমবি।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আজকের মত বিদায়