Site icon Trickbd.com

Dutch Bangla Mobile Banking (Rocket) এর মাধ্যমে Google Adsense Payment নিন !!

আসসামুয়ালাইকুম ! আশা করি সবাই ভালো আছেন ! অনেক দিন পর ফেরে আশা ।  বেশি কথা না বলে আমি শুরু করলাম আমার আজকের পোস্ট ! আশা করি সবার উপকারে আসবে …

Dutch Bangla Mobile Banking (Rocket) এর মাধ্যমে Google Adsense এর টাকা পেতে পারি? স্পেশালই তাদের জন্যই এই পোস্টটি । আশা এইবার থেকে আর কোন সমস্যা হবে না আশা করি ।

আপনি চাইলেই এখন Dutch Bangla Mobile Banking (Rocket) এর মাধ্যমে Google Adsense এর টাকা পেতে পারেন খুবই সহজে।

এজন্য আপনাকে যেভাবে Adsense এ ব্যাংক একাউন্ট সেট করতে হবে: 

(1) Name on Bank Account:

এখানে লিখবেন: আপনার নাম (যে নামে ব্যাংক একাউন্ট খিলছেন)কি নাম দিয়েছেন এটা দেখার জন্য Dail করুন *322# তারপর 5 চেপে রিপ্লাই দিন আবার 4 চেপে রিপ্লাই দিলেই আপনার নাম এবং Account Number সব দেখতে পাবেন।

(2) Bank Name:

এখানে ব্যাংকের নাম দিতে হবে ! অবশ্যই “Dutch Bangla Bank Limited” এই নামটি দিবেন ।  অনেক ভুল করে থাকেন যে নামটি দিয়ে বসেন “Dutch Bangla Mobile Banking” এই নাম দিলে আপনার টাকা আসবে না ।

(3) SWIFT BIC:

এখানে দিবেন “DBBLBDDH” সবগুলো বড় হাতের অক্ষর দিবেন। (এটা যেন কোন ভুল না হয় ! প্রয়োজনে আপনি কপি করে দিন)

(4) Account Number:

এটা খুবই গুরুত্বপূর্ণ একাউন্ট নাম্বার হবে আপনার মোবাইল নাম্বারই, 12 ডিজিটের একাউন্ট নাম্বার দিতে হবে এখন অনেকেই বলবেন মোবাইল নাম্বার তো 11 টা তাহলে?এটার উত্তর হলো-আপনি হয়তো জানেন যে,DBBL একাউন্ট করার সময় Mobile numberএর সাথে একটা অতিরিক্ত সংখ্যা দেয় সেটা সহ আপনার মোট ডিজিট কিন্তু 12 টি এই 12 ডিজিট ই আপনার একাউন্ট নাম্বার।অর্থাৎ মোবাইল নাম্বার 11 টি আর অতিরিক্ত 1 টি মোট 12 ডিজিট এটা দিতে হবে।
যেমন: 01864******1 (আমারটার অতিরিক্ত নাম্বার 1 তাই শেষে 1 দিয়েছি) এইভাবে দিলেই হবে । (আশা করি বিষয়টা বুঝা গেল)

(5) Re-type Account Number

এখানে আবার Confrim Account Number দিতে হবে। অথাৎ উপরে যা দিয়েছেন ওটা আবার কপি করে এখানে দিয়ে দিন ।

তারপর Save দিলেই হয়ে যাবে। আর ছোট্ট একটি কাজ করবেন Primary Bank করে এটা Save করে দিন কাজ শেষ। এখন Google Adsense এর টাকা সরাসরি আপনার পকেটে ঢুকবে।

ছোট্ট একটি প্রশ্নঃ আমি কত টাকা অবধি এখানে আনতে পারবো অথবা 1k-2k টাকা কি আমি আনতে পারবো কিনা ? 

উত্তরঃ আপনি চাইলে সব আনতে পারবেন । কিন্তু যখন আপনি 1k-2k ইনকাম করবেন স্বাভাবিক ভাবে আপনার ব্যাংক একাউন্ট থাকবে । আমার সাজেশান হলো আপনি পেমেন্টটা Bank এ নিয়ে আসেন এটা আপনার জন্য ভালো । হ্যাঁ আপনি আনতে পারবেন কিন্তু যখন আপনাকে ভেরিপাই করতে বলবে তখন আপনি স্বাভাবিক ভাবে ভেরিপাই করতে পারবেন না । এই ছাড়াও আপনি টাকা একদিনে তুলতে পারবেন না যা আপনি ব্যাংক একাউন্ট হলে স্বাভাবিক ভাবেই করতে পারেন । তার চেয়ে ভালো 500$ এর নিচে সব পেমেন্ট আপনি Dutch Bangla Mobile Banking (Rocket) মাধ্যমে নিয়ে আসতে পারবেন কোন প্রকার সমস্যা ছাড়া । আর এর বড় পেমেন্ট হলে আপনি ব্যাংকে নিয়ে আসেন ।