ইউটিউবের ভিডিও সাধারনত ইউটিউব প্লেয়ার দিয়ে প্লে হয় স্বাভাবিক। কিন্তু আপনে যদি চান তাহলে ছোট একটা টিক যেনে ইউটিউবের ভিডিও Mx player দিয়ে প্লে করতে পারবেন।আর আপনার ভিডিও দেখার মজা আরো বাড়িয়ে নিতে পারেন ?।
অনেকেই বলতে পারেন ইউটিউবের ভিডিও Mx Player দিয়ে দেখার কি আছে ইউটিউব প্লেয়ারই তো আছে! হ্যা তা ঠিক তবে আমাদের যাদের বাসায় বা এলাকায় WiFi লাইন আছে তারা আমরা ইউটিউব ভিডিও ডাউনলোড না করেই অনলাইনেই দেখতে চাই। এক্ষেত্রে আপনে এই টিকটা জেনে রাখতে পারেন কাজে লাগবে।বিশেষ করে অনলাইনে বড় কোনো ভিডিও দেখার সময় বা মুভি দেখার সময় আমি এই টিকটি ফ্লো করি।যাস্ট ইউটিউবের যে ভিডিওটা দেখতে চাই Mx player দিয়ে প্লে করি আর ক্লিয়ার দেখি। আমার সুবিধা মনে হয় তাই আপনাদের জন্য সেয়ার করলাম.. ?
কি কি লাগবেকিছুই লাগবে না জাস্ট UCbrowserফোনে ইন্সটল থাকা লাগবে। ucbrowser দিয়ে www.youtube.com-এ গিয়ে আপনার নির্দিষ্ট ভিডিওটা সার্চ দিন এবং খুজে পেলে একটু প্লে করুন। তারপর স্কিনসট ফ্লো করুন-