Site icon Trickbd.com

আসুন দেখে নেই কিভাবে আমরা youtube এ আমাদের মোবাইলের স্ক্রিন ভিডিও Live দিব।

Unnamed

আসসালামু আলাইকুম…
কেমন আছেন সবাই?
আশা করি ভালই আছেন?
অনেক দিন পর আবার পোষ্ট লিখতে বসলাম।
আমি আগের বার কিভাবে sumirbd এর মত সাইট বানাতে হয় তার পোষ্ট দিয়েছিলাম।যারা দেখেননি তারা আমার প্রোফাইলে দেখে নিন।
তো আজকে আমি কি নিয়ে পোস্ট করতে যাচ্ছি তা তো আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন।

ইউটিউবে স্ক্রিন ভিডিও লাইভ দেওয়ার জন্য যা যা লাগবে

  • একটি এন্ড্রইড মোবাইল
  • Omlet arcade
  • তো চলুন শুরু করা যাক
    উপরের অম্লেট আরকেড এপ টি ডাউনলোড করে ওপেন করুন

    তারপর create account

    তারপর user name দিয়ে create account.


    তারপর got it

    তারপর go live এ ক্লিক করুন।

    তারপর add more games

    এখন আপনি যেই অ্যাপ টি লাইভ দিতে চান সেটা অন এ ক্লিক করুন।
    যেমন আমি bioscope live দিলাম

    তারপর অই অ্যাপ টায় ক্লিক করুন।

    এখন ইউটিউব সিলেক্ট করুন।

    এরপর আপনার চ্যানেলের জিমেইল দিয়ে লগিন করে allow দিন

    তারপর টাইটেল, ডিস্ক্রিপশন ও কুয়ালিটি দিয়ে স্টার্ট দিন

    এবার got it এ ক্লিক করুন।

    তো এখন লাইভ চলছেই।
    আজ এই পর্যন্তই।
    যারা না বুঝেন তারা এই ভিডিও টি দেখুন।

    প্রকাশনায়ঃ- OurTips24.com
    ভাল থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।
    Exit mobile version