আসসালামু আলাইকুম।
এবং হিন্দু ভাইদের জানাই আদাব।
আশা করি ভাল আছেন?
কারন ট্রিকবিডির সাথে থাকলে ভাল কিছু পাওয়া যায়।
এবার কথা না বাড়িয়ে কাজের কথায় আসিঃ
আজ যে টিউট্রেরিয়াল নিয়ে আলোচনা করব
সে বিষয় হলো ইউটিউব ইন্ট্রো।
ইউটিউব ইন্ট্রো কি এটা প্রশ্ন জাগতে পারে।
এটা হলো আমরা যখন ইউটিউব ভিডিও প্লে করি তখন প্রায় চ্যানেলে দেখা যায় সুন্দর একটা চ্যানেল বিস্তারিত প্লে হয় তার পর ভিডিও শুরু হয়।
এটা হলো ইউটিউব ইন্ট্রো।
যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন।
এবং যাদের চ্যানেল আছে কিন্তু ইন্ট্রো কিভাবে লাগাবেন, কিভাবে ইন্ট্রো বানাবেন এ বিষয়ে চিন্তা করতে হয়।
আর নয় চিন্তা।
তাদের জন্য এ পোস্ট
আজ দেখাব সফটওয়্যার ছাড়াই তৈরী করা সুন্দর সুন্দর ইউটিউব ভিডিও এর জন্য ইন্ট্রো।
শুরু করিঃ
প্রথমে Crome ব্রাইজারে গিয়ে এ এড্রেসটি লিখুন
flixpress. com
তার পর এখানে উপরে দেখুন Ragestration করতে হবে। আমার আগের Registration করা আছে তাই আমি করলাম না।
( কেউ না পারলে নিচের ভিডিও দেখে Registration করুন)
সম্পন্য পোস্ট করলে অনেক বড় হয়ে যায়, এমনি বড়
এতক্ষন মনে হয় Rregistration করছেন।
এবার লগ ইন করে এখানে ক্লিক করুন
তারপর এখানে ক্লিক করুন
তারপর নিচে আসেন, দেখিন এগুলো ইন্ট্রো এগুলা এডিট করে নিজেদের ভিডিও তৈরী করতে পারবেন,
আপনাদের মত যেটা ভাল লাগে অখানে ক্লিক দিন
আপনাদের দেখানো জন্য আমি একটা ক্লিক দিলাম
এরকম প্লে করে দেখে নিতে পারবেন
যেটা তৈরী করবে সেটার নিচে এখানে ক্লিক দিন
তারপর এরকম নিয়মে পূরন করবেন
ভিন্ন গুলো ভিন্ন ভিন্ন নিয়ম
আপনারা এমনি বুঝবেন
তারপর এখানে ক্লিক দিন
তারপর এখানে ক্লিক
তারপর দেখুন ভিডিও ইন্ট্রো হয়ে গেছে
এখানে ক্লিক দিন
তারপর এখানে ক্লিক দিন
তারপর এখানে ক্লিক করুন
তারপর এখানে ক্লিক করুন
এবার ডাউনলোড করার পালা
এখানে টাচ করে ধরে রাখুন
তার পর Save দিন, ডাউনলোড হয়ে যাবে।
পরের পোস্টে থাকছে কিভাবে ভিডিতে ইন্ট্রো যোগ করতে হয়
পরের পোস্ট পেতে কমেন্ট করুন,আপনাদের মতামত এর উপর ডিফেন্স করে দেয়া হবে।
[ বিঃদ্রঃ এত বড় পোস্ট ভুল হতেই পারে তাই ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন, নিচে ভিডিও দেয়া আছে অখানে ভালভাবে বুঝানো হয়েছে ]
ধন্যবাদ