আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ধন্যবাদ, সাথে থাকার জন্য।
প্রায় সপ্তাহ খানেক পরে আবার আপনাদের মাঝে একটি ট্রিক নিয়ে হাজির হলাম।
আরো দু-একদিন আগেই পোস্ট করতাম। কিন্তু ট্রিকবিডির ডেভেলপের কাজ চলছে তাই অনেক প্রবলেম হচ্ছে। যেমনঃ লোডিং সমস্যা, আপলোড সমস্যা।
তবুও একটু কষ্ট করেই লিখলাম। আশা করি আপনাদের উপকারে আসবে।
আসলে Author রাই বুঝতে পারে একটা পোষ্ট করা কতোটা কষ্টকর।
এতো কষ্ট করে পোষ্ট লেখার পর যখন খারাপ কমেন্ট চোখে পড়ে, তখন আর লেখার মন মানসিকতা থাকেনা। ধন্যবাদ, সাথে থাকার জন্য।
আর এই খারাপ কমেন্ট যাতে কেউ করতে না পারে সেজন্যই ইউটিউবারদের জন্য আমার আজকের এই ট্রিক।
অনেক কথাই বললাম অনেকে হয়তোবা রেগে গেছেন। তাই আর কিছু না বলে চলুন সরাসরি কাজে ঝাপিয়ে পড়ি।
আমার দেখানো কাজগুলো অনুসরন করতে থাকুন।
সেটিং করা হয়ে গেলে,আপনার ভিডিওতে যদি কেউ স্পাম করে বা খারাপ কমেন্ট করে তাহলে সাথে সাথে সে ব্লক হয়ে যাবে। আপনার ভিডিওতে আর কমেন্ট করতে পারবেনা।
তো চলুন সেটিং করে ফেলি,,,,,,,,,
তারপর প্রথমে Community তে ক্লিক করে, Community Setting এ যান।
তারপর দেখুন, Blocked Word লেখা কোথায় আছে। তার ডানপাশের বক্সটিতে আপনি যে কমেন্টগুলো স্পাম এবং অশ্লিল মনে করেন সেগুলো লিখে দিন।
বিঃ দ্রঃ আমি উদাহরন স্বরুপ স্ক্রিনশটে কিছু Word দিয়েছি। যদি এটি আমার ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
লেখা হয়ে গেলে Save করে দিন।
বেস কাজ শেষ।
এবার কারো কমেন্টে যদি আপনার দেওয়া Word গুলো থাকে তাহলে সাথে সাথে ব্লক হয়ে যাবে।
কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন।
ধন্যবাদ, সাথে থাকার জন্য।