ইন্ডিয়ার জনপ্রিয় Tech চ্যানেল “My smart support”।
৪৭ কোটি ভিউজ এর এই চ্যানেল টি 2012 স্বালের জুলাই এর ২৬ তারিখ ধারমেন্দ্র কুমার তৈরি করেছিলেন।
কি কারণে এই channel টি এখন Delete হওয়ার পথে
যাদের ভিডিও তিনি শেয়ার দিয়েছিলেন তাদের কেউ তার চ্যানেল এর উপর ৩ টা strike দিয়েছে।কারন ইউটিউবে এভাবে অন্যের ভিডিও শেয়ার দেওয়া বেআইনি। সাত দিনের মধ্যে যদি একটা স্ট্রাইকও না সরানো হয় তবে কিছু দিনের মধ্যেই তার চ্যানেল ডিলিট হয়ে যাবে।
এই সব কারণেই ইউটিউব এ কেউ কারো হেল্প করতে চায় না। সামনে ssc তাই ভালো ভাবে লিখতে পারি নাই যা মাথায় আসছে তাড়াতাড়ি করি লিখি ফেলছি। আমার জন্য সবাই দোয়া করিয়েন। কুমিল্লা বোর্ডের যা অবস্থা????