আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন!
আজকাল এন্ডয়েড ফোন ইউস করে কিন্তু ইউটিউব চিনেনা এমন লোক খুব কম আছে!আর সেই সাথে সবাই ইউটিউব থেকে ভিডিও ডাওনলোড করে!আর সেইটার জন্ন্য বিভিন্ন ধরণের ভিডিও ডাওনলোডার এপস ইউস করে!কিন্তু এই এপসের সমস্যা গুলো হল:এই এপসগুলোর এড গুলো খুব বিরক্তিকর এবং অভদ্র!এছাডা এপসগুলোতে অনেক এমবি খরচ হয়!!অনেক কথা তো বললাম!
এবার কাজের কথাই আসি:
কোনোধরণের এপস ছাডা ভিডিও ডাওনলোড করার জন্ন্য প্রথমে যে কোনো ব্রাউজার এ ঢুকুন!
তারপর এড্রেসবারে Youtube.com দিয়ে ইউটিউব এ ঢকুন!
এবার ইচ্ছেমত ভিডিও সিলেক্ট করুন!
এবার ওই ভিডিওর লিংক এ ক্লিক করুন
এখানে Https://m.youtube.com…………দেখতে পাবেন!
সেখানে m. এর পরে Youtube.com এর আগে ss যোগ করে দিন!
এবার Go দিন!!
সাথে সাথে দেখবেন ভিডিওটিতে ডাওনলোড এর আপশেন এসে যাবে!
এবার ইচ্ছেমত ডাওনলোড করে নিন!
আজ আর নয়!এতটুকুতেই আজ শেষ করছি!যে কোনো ধরণের সমস্যা কমেন্ট এ বলুন!
Post | Credit |
---|---|
Sabbir | RoX |