Site icon Trickbd.com

পিন ছাড়া আপনার গুগল অ্যাডসেন্স একাউন্ট Verify করুন খুব সহজে।

Unnamed

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?
আশা করি ভালোই আছেন।আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে পিন ছাড়া Google Adsense Address Verify করবেন।চলুন শুরু যাক….

এই পদ্ধতিতে আপনি যদি যদি Verify করতে চান তাহলে আপনাকে তৃতীয়বার পিন রিসেন্ড করার পর ২৫ দিন অপেক্ষা করতে হবে।
এরপর আপনি একটা Form পাবেন সেটা পূরন করলেই আপনার adsense Verify হয়ে যাবে।

আপনি প্রথমে Address Verify তে যান এরপর নিচের ss গুলা Follow করুন….

this form click করুন

এখন আপনার সামনে উপরের মতো একটা Page আসবে।
আর আপনি অবশ্যই আপনার NID অনুসারে Adsense এর নাম ঠিকানা দিবেন।

Name এ দিবেন আপনার NID এর নাম।

এরপর Gmail আপনার adsense এর Gmail দিন।

এরপর Publisher id দিন।

অনেকে Publisher id বের করতে পারেন না তাদেরকে বলছি প্রথমে Menu তে যান এরপর Setting এ যান এরপর Account এ যান এরপর Account information এ যান। তাহলেই আপনার Publisher id পেয়ে যাবেন।

Choose File এ Click করে আপনার NID এর Scan Copy Upload করুন।

এরপর Submit এ click করুন।
তাহলে নিচের মতো একটা Page দেখতে পাবেন।

এখন সব ঠিক থাকলে 48 hour এর মধ্যমে Verify হয়ে যাবে।

আপনার Adsense Verify হলে নিচের মতো একটা Mail পাবেন

তাহলে হয়ে গেলো আপনার Adsense Verify.
এখন আপনি Bank টা add করলে Adsense থেকে টাকা পাবেন যদি আপনার account এ 100+$ থাকে।

আর যাদের NID নাই তাড়া আপনাদের আব্বু বা আম্মুর NID দিয়ে করতে পারবেন।

আপনারা যদি কিছু না বুঝতে পারেন তাহলে Comment করুন।

My Facebook id

তো আজ এ পর্যন্তই

ধন্যবাদ