Site icon Trickbd.com

ইউটিউবের জন্য ইন্ট্রো বা লোগো বানিয়ে ফেলুন একদম ফ্রি!(নতুন ইউটিউবারদের জন্য)

Unnamed

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

ইউটিউবের জন্য ইন্ট্রো বা লোগো বানিয়ে ফেলুন একদম ফ্রি!(নতুন ইউটিউবারদের জন্য)

প্রথমে এই লিংকে যান✈ RenderForest.Com তারপরে
Get a Free Account এ ক্লিক করুন Ss এর মতো

এবার সাইন আপ করতে হবে।এখানে ফেসবুক ও জিমেইল দিয়ে সাইন আপ করা যায়,আপনার খুশি মতো করে নিবেন,আমি জিমেইল দিয়ে দেখালাম-

এরপর email সিলেক্ট করুন

এবার allow তে ক্লিক করুন

সাইন আপের কাজ শেষ।এবার লোগো বা ইন্ট্রো সিলেক্ট করে ক্লিক করুন-

এবার Creat এ ক্লিক করুন-


এবার নিচের Ss এর মতো Your Text Here এর জায়গায় আপনার চ্যানেল নেম দিন এবং তার উপরে Brows এ ক্লিক করুন-

ফটো সিলেক্ট করুন-


এবার প্রয়োজন অনুযায়ী জুম করে নিন।
এবার Colorএ ক্লিক করুন-

এবার পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করুন-

এবার Music এ ক্লিক করুন

এখানে আপনার মোবাইলের music দিতে পারবেন এবং এখানেও অনেক music আছে।সিলেক্ট করুন।

এবার preview নিচের Ss এর মতো

এবার কাজ শেষ।এখন আপনার ইন্ট্রো হইতেছে এখানে ২ মিনিট অপেক্ষা করুন

তারপর Download With watermark এ ক্লিক করুন-

watermark ছারা download করতে চাইলে টাকা দিতে হবে তাই ফ্রি নেওয়াই ভালো।

আশা করি বুজতে পারছেন,না বজলে কমেন্টে বলুন বোজানোর চেস্টা করবো।
ভালো থাকবেন,খোদা হাফেজ।
ফেসবুকে মেসেজ দিন:- Mahm Sohel
?